মাছ চুরি করছে, কেবল সন্দেহের বশেই যুবককে পিটিয়ে ‘খুন’

স্থানীয় কুচিতলা প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মাছ চুরি করছে, কেবল সন্দেহের বশেই যুবককে পিটিয়ে 'খুন'
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 6:30 PM

দক্ষিণ ২৪ পরগনা: মাছ চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার দেউলির ঘুটরি এলাকায়। মৃতের নাম ছোটন তরফদার(২৩)। ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে দেউলি জমাদার পাড়ার বাসিন্দা ছোটন পাশের মেছো ভেরি এলাকায় গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় মেছো ভেরির মালিক নিজের অনুগামীদের নিয়ে ছোটনকে ধরে ফেলেন। কেবল সন্দেহের বশেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জীবনতলা থানার পুলিস। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ছোটনকে। স্থানীয় কুচিতলা প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন: বছরের প্রথম দিন বাড়ি থেকে বান্ধবীকে নিয়ে বেরিয়েছিলেন, ফিরল যুবকের রক্তাক্ত নিথর দেহ!

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। বসানো হয়েছে পুলিস পিকেট। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিস। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।