Tornado in Bay of Bengal: কয়েক মিনিটের দামাল টর্নেডো গিলে খেল আস্ত ট্রলার, মাঝরাত থেকে বঙ্গোপসাগরে নিঁখোজ ৯ মৎসজীবী
Tornado in Bay of Bengal: অনেকে মনে করছেন ভিতরে আটকে থাকতে পারেন অন্যান্য মৎসজীবীরা। যদিও অনেকে বলছেন ভেসে যেতেও পারেন। এদিন সকালে ট্রলারটিকে টেনে উপকূলের দিকে আনা হয়। উদ্বেগ বেড়েছে প্রশাসনের অন্দরেও।
বাঘের চর: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপত্তি। ভয়াবহ অভিজ্ঞতার মুখে মৎসজীবীরা। আচমকা টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল ট্রলার। শুক্রবারে গভীর রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। ট্রলারে থাকা ৯ মৎসজীবীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানাচ্ছেন, এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার গিয়েছিল সমুদ্রে। কিন্তু, মাঝরাতে আচমকাই টর্নেডোর সৃষ্টি হয়। তাতেই মুহূর্তে সমুদ্র গর্ভে তলিয়ে যেতে থাকে ট্রলারটি।
এদিকে তাঁদের চিৎকার শুনে ততক্ষণে আশপাশ থেকে এগিয়ে এসেছেন অন্যান্য মৎসজীবীরা। তাঁরাই দুর্ঘটনার কবলে পড়া ট্রালারে থাকা ৮ মৎসজীবীকে উদ্ধার করেন। তবে আরও ৯ মৎসজীবীর কোনও খোঁজ মেলেনি। এদিকে দুর্ঘটনার কবলে পড়া ট্রালারটিকে রাতেই উদ্ধারের চেষ্টা করে অন্য ট্রালারে থাকা মৎসজীবীরা। মৎস্যজীবীদের একাধিক ট্রলার এগিয়ে এসে দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে দড়ি দিয়ে বেঁধে সোজা করা হয়। তবে সমুদ্র উত্তাল থাকায় তার ভিতরে তল্লাশি চালানো যায়নি।
অনেকে মনে করছেন ভিতরে আটকে থাকতে পারেন অন্যান্য মৎসজীবীরা। যদিও অনেকে বলছেন ভেসে যেতেও পারেন। এদিন সকালে ট্রলারটিকে টেনে উপকূলের দিকে আনা হয়। উদ্বেগ বেড়েছে প্রশাসনের অন্দরেও। নিঁখোজ মৎসজীবীদের খোঁজে তল্লাশি চলছে সমুদ্রে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।