Basanti: রাস্তার ধারেই পড়েছিল ব্যাগটা, মহালয়াতেই উদ্ধার তাজা বোমা!

Bomb Recovered: স্থানীয়রা জানিয়েছেন, তখন বিকেল। সন্ধ্যা না হলেও সূর্য প্রায় ডুবু ডুবু। সেইসময়, আচমকা ঝোপের মধ্য়ে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন এক পথচারী।

Basanti: রাস্তার ধারেই পড়েছিল ব্যাগটা, মহালয়াতেই উদ্ধার তাজা বোমা!
ভর্তি বোমা, ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 12:53 AM

দক্ষিণ ২৪ পরগনা: ফের বোমা (Bomb) উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাসন্তীতে। মহালয়ার দিন বুধবার বাসন্তীর মালঞ্চতে রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সেই দেখেই সন্দেহ হয়। কাছে গিয়েই দেখতেই সত্যিটা বুঝতে পারেন সকলে। ব্যাগে ভর্তি তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

স্থানীয়রা জানিয়েছেন, তখন বিকেল। সন্ধ্যা না হলেও সূর্য প্রায় ডুবু ডুবু। সেইসময়, আচমকা ঝোপের মধ্য়ে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন এক পথচারী। তিনি সকলকে ডাকাডাকি শুরু করেন। ছুটে আসেন এলাকাবাসী। কাছে গিয়ে দেখা যায়, ব্যাগের মধ্যে রয়েছে তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ছুটে আসে পুলিশ। চলে জিজ্ঞাসাবাদও।

খবর দেওয়া হয়  সিআইডির বম্ব স্কোয়াডকেও। বোমাভর্তি ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় শিমুলতলা জুনিয়র স্কুলের মাঠে। সেখানেই বোমাগুলিকে নিষ্ক্রীয় করা হয়। কে বাা কারা এই বোমা রেখে গেল তা নিয়ে যদিও সম্পূর্ণ অন্ধকারে পুলিশ। বোমা (Bomb) রাখার নেপথ্যে কোনও রাজনৈতিক অনুষঙ্গ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই  ওই এলাকায় বোমা মজুত করার খবর আসছিল। তবে কোথায় তা করা হচ্ছিল, কে বা কারা এর সঙ্গে যুক্ত সে বিষয়ে বিশেষ তথ্য পাওয়া যায়নি।

তবে, বাসন্তীতে বোমা উদ্ধার কোনও নতুন ঘটনা নয়। সম্প্রতি, পুলিশের গোপন অভিযানের জেরে বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শিমূলতলয় পরিত্যক্ত একটি বাগান থেকে উদ্ধার হয় প্রচুর বোমা (Bomb)। সেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে এলাকার বাসিন্দা সৈদুল লস্কর বাগানের মধ্যে একটি ব্যাগ ও ড্রাম পড়ে থাকতে দেখেন। পরিত্যক্ত বাগানে এভাবে ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁর। কাছে গিয়ে দেখেন ড্রামের মধ্যে ভর্তি তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেন অন্যান্যদের। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ।

বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন বাসন্তী থানার আইসি আব্দুর রব ও তাঁর বিশাল পুলিশবাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় ৪০ টি তাজা বোমা ওই ব্যাগে থাকতে পারে। ড্রামে যদিও কতগুলি বোমা রয়েছে তা স্পষ্ট নয়। পাশাপাশি কে বা কারা এই বোমা রেখেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারীরা।

উল্লেখ্য, নির্বাচন আবহেও বোমা উদ্ধার হয়েছিল বাসন্তীতে। সেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও হয়েছিল প্রবল। ভোট পর্বেও বিভিন্ন সময়ে হিংসার  বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। ফের বোমা উদ্ধার হয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

আরও পড়ুন: ‘অর্জুন গড়ে’ তৃণমূল যুব সভাপতিকে ‘লক্ষ্য করে’ আচমকা গুলি!