Group Clash: ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা, দু’পক্ষের মারধরে আহত অন্তঃসত্ত্বা মহিলাও

West Bengal: আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন বলেও খবর। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Group Clash: ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা, দু'পক্ষের মারধরে আহত অন্তঃসত্ত্বা মহিলাও
ঢোলাহাটে উত্তেজনা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 1:10 PM

দক্ষিণ ২৪ পরগনা: কালীপুজোর বিসর্জনে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা। দু’পক্ষের মধ্যে তুমুল বোমাবাজি ও বাঁশ, লাঠি নিয়ে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। বোমা ও লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছে অন্তত কুড়ি জন। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন বলেও খবর। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার আবাদভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নতুনচক হালদারপাড়া এলাকার ঘটনা। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল বোমাবাজি ও বাঁশ, লাঠি নিয়ে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। বোমা ও লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছে অন্তত কুড়ি জন।

এদের মধ্যে প্রদীপ দাস নামে এক যুবকের বোমার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের কুলপি ব্লক হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জখমদের মধ্যে এক অন্তঃসত্ত্বা বধূ সহ বেশ কয়েকজন মহিলা আছেন। রাত্রিবেলা পরিস্থিতি সামাল দিতে ঢোলাহাটের আইসি বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে ভোর হয়ে যায়। এই ঘটনায় দু’‌পক্ষ আলাদাভাবে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা আছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। আটক করা হয়েছে ডিজে বক্স।

জানা গিয়েছে, সকাল থেকে থমথমে রয়েছে গোটা গ্রাম।পুরুষশূণ্য হয়ে গিয়েছে। নতুনচক হালদারপাড়ায় একটি বারোয়ারি শ্যামাপুজোর ভাসান ছিল গতকাল। সেই ভাসানে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করেন এক বয়স্ক গ্রামবাসী। জানা যায়, তিনি হার্টের রোগী। ওই পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করায় শুরু হয় বচসা। তারপর শুরু হয় মারপিট। বাঁশ, লাঠি নিয়ে দু’পক্ষের তুমুল মারপিট হয়। এরমধ্যে পুজো কমিটির পক্ষে একজন বেশ কয়েকটি বোমা ছোড়ে প্রতিবাদীদের লক্ষ্য করে। সেই বোমার আঘাতে বেশ কয়েকজন জখম হয়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শুনশান গোটা এলাকা।