Nursing School at Garia: নার্সিং স্কুলে তুমুল অশান্তি, পড়ে গিয়ে ঠোঁট কাটল মালিকের
Nursing School: অভিযোগ, চাকরির গ্যারান্টি দিয়েই এই নার্সিং স্কুলে ভর্তি করানো হতো। অথচ দিনের পর দিন কোনও পড়াশোনা নেই, কোথাও কোনও সুযোগ নেই। এক কলেজে ভর্তির কথা বলে অন্য কলেজে ভর্তি করানো হতো। এভাবে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। এমনকী পড়ুয়াদের আসল মার্কশিট-সহ নানা নথি আটকে রাখা হয়।
দক্ষিণ ২৪ পরগনা: বেসরকারি নার্সিং স্কুলের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল। প্রতিবাদে ভাঙচুর, বিক্ষোভ চলল গড়িয়া স্টেশন সংলগ্ন শ্রীনগর জল গলি এলাকার ওই প্রতিষ্ঠানে। নরেন্দ্রপুর থানায় সোমবার রাতে অভিযোগ দায়ের হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধার মানিকলাল জানাকে আটকও করেছে পুলিশ।
অভিযোগ, চাকরির গ্যারান্টি দিয়েই এই নার্সিং স্কুলে ভর্তি করানো হতো। অথচ দিনের পর দিন কোনও পড়াশোনা নেই, কোথাও কোনও সুযোগ নেই। এক কলেজে ভর্তির কথা বলে অন্য কলেজে ভর্তি করানো হতো। এভাবে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। এমনকী পড়ুয়াদের আসল মার্কশিট-সহ নানা নথি আটকে রাখা হয়। পড়ুয়াদের অভিযোগ, সমস্ত সার্টিফিকেটের আসল জমা নেওয়া হয়েছে। ফলে কোনওভাবেই ওই পড়ুয়ারা আর কিছু করতে পারছেন না।
চাকরি না পেয়ে পড়ুয়ারা টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযুক্ত মানিকলাল জানা বলেন, “টাকা নেওয়া হয়নি। এখানে পড়াশোনা করেছে। যাদের পছন্দ হচ্ছে না বলছে পড়ব না। টাকা ফেরত দিয়ে দিন। চেকে টাকা ফেরানোও হচ্ছে।“