Arms Recovered: ইতঃস্তত এলাকায় ঘুরে বেড়াচ্ছিল যুবক, দেখে সন্দেহ হতেই পর্দাফাঁস, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Arms Recovered: জানা গিয়েছে, লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীদের কাছে গোপন সূত্রে খবর আসে বাস্তুবিহার এলাকায় এক যুবক ইতঃস্তত ঘুরে বেরাচ্ছেন। তিনি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিলেন বলে নিজস্ব সূত্রে খবর পায় পুলিশ।

Arms Recovered: ইতঃস্তত এলাকায় ঘুরে বেড়াচ্ছিল যুবক, দেখে সন্দেহ হতেই পর্দাফাঁস, উদ্ধার আগ্নেয়াস্ত্র
বারুইপুরে অস্ত্র উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 8:27 AM

দক্ষিণ ২৪ পরগনা: এলাকায় ইতঃস্তত ঘুরে বেরাচ্ছিলেন ওই যুবক। দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় ব্যবসায়ীদের। বেশ কয়েকজন তাঁর ওপর নজরও রেখেছিলেন। কিন্তু ভাবগতি ভালো না বুঝে তাঁরাই খবর দিয়েছিলেন থানায়। তৎক্ষণাৎ এলাকায় গিয়ে পৌঁছয় পুলিশ। যুবককে বেশ কয়েকটি প্রশ্ন করেন। তারপর হাতে থাকা ব্যাগ চেক করতেই পর্দাফাঁস। ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করলো কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি এক রাউন্ড কার্তুজও উদ্ধার করেন পুলিশ কর্মীরা। শুক্রবার ঘটনা ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার ব্যাঁওতা গ্রামের বাস্তবিহার এলাকায়। ধৃত যুবকের নাম ভোলা পর্বত।

জানা গিয়েছে, লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীদের কাছে গোপন সূত্রে খবর আসে বাস্তুবিহার এলাকায় এক যুবক ইতঃস্তত ঘুরে বেরাচ্ছেন। তিনি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিলেন বলে নিজস্ব সূত্রে খবর পায় পুলিশ। এলাকায় পৌঁছয় পুলিশ। ওই যুবককে অসংলগ্ন অবস্থায় ঘুরতে বেড়াতে দেখেই তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালান পুলিশ কর্মীরা। তখনই একটি এক নলা বন্দুক ও কার্তুজ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে পুলিশের তল্লাশি অভিযান দেখে পালিয়ে যায় আরও তিন যুবক। ব্যাঁওতা গ্রামের দিকে থেকেই তাঁরা এসেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। তিনি বন্দুক বিক্রি করতে এসেছিলেন বলেই পুলিশ সূত্রে খবর। কার কাছে বন্দুক বিক্রি করতে এসেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ভোলার বাড়ি ভাঙড়ের খড়ম্বা এলাকায়। তাঁকে আজ বারুইপুর মহকুমা আদালতে পাঠাবে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

ওই যুবক কার হয়ে কাজ করে থাকেন, কার কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিলেন, এই সব বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। গত কয়েকদিনের তল্লাশি অভিযানে কলকাতার একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।