Maheshtala Crime: বাড়ির সামনে টোটো রাখা নিয়ে বচসা, স্বামী ও স্ত্রীকে কোপানোর অভিযোগ
Maheshtala Crime: মহেশতলা ২৪ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা শেখ আপসার পেশায় টোটো চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে টোটো রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা শুরু হয়।
দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির সামনেই টোটো রাখাকে কেন্দ্র করে বচসা। এক দম্পতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলা ২৪ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকায়। এখনও পর্যন্ত তিন যুবককে গ্রেফতার করেনি পুলিশ।
মহেশতলা ২৪ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা শেখ আপসার পেশায় টোটো চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে টোটো রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। অভিযোগ, দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি হতে থাকে। অভিযোগ, মুহূর্তের মধ্যে প্রতিবেশী তিন যুবক ধারাল অস্ত্র দিয়ে টোটো চালককে কোপাতে থাকেন স্বামীকে।
স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রীও। তাঁকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে মহেশতলা থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ তড়িঘড়ি তাঁদেরকে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। পুলিশ তিন জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, ধৃতদের বিরুদ্ধে আগে কোনও অভিযোগ রয়েছে কিনা। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে। আদৌ এই ঘটনা কেবল টোটো রাখা নিয়েই বচসা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটেছে। বাড়ির সামনে টোটো রাখা নিয়ে এমনি ঝামেলা চলছিল। তার থেকেই তো রক্তারক্তিকাণ্ড। আমরা অনেকটা মেটানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তার আগেই অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে বলে ওঁরা বলছেন। পুলিশকে সবটা জানানো হয়েছে। পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে।”