Baruipur: সবজির ব্যাগ ঝুলিয়ে যাচ্ছিলেন, হঠাৎই হাতটা এসে চেপে ধরেন এক জন, আর তারপরই…! ভরা বাজারে কাণ্ড দেখে চোখে ধাঁধা
Baruipur: পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতের বাড়ি বারুইপুর থানার মাছপুকুর এলাকায়। জেরায় পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত এই নেশার কাফ সিরাপ কলকাতায় গোপন ডেরায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
দক্ষিণ ২৪ পরগনা: সবজির ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন। দেখে মনে হচ্ছিল, বাজার করে বেরিয়েছেন, ব্যাগে সবজি ভর্তি! কিন্তু বাজারে ভিড়ের মাঝেই হঠাই তাঁর কাছে যান সাদা পোশাকের কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁকে কয়েকটা প্রশ্ন করেন, তারপর ব্যাগ খুলে দেখেন। আর ব্যাগের ভিতর দেখতেই হাত চেপে ধরেন তাঁরা। ততক্ষণে বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে। সবজির ব্যাগের মধ্যেই ছিল মাদক। নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে গিয়ে ধৃত এক। ঘটনাটি ঘটেছে বারুইপুরের বৈকুন্ঠপুর এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাইফুল জমাদার। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে তিন লিটার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতের বাড়ি বারুইপুর থানার মাছপুকুর এলাকায়। জেরায় পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত এই নেশার কাফ সিরাপ কলকাতায় গোপন ডেরায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)