Basanti: জমি দখলকে কেন্দ্র করে তপ্ত বাসন্তী, কাঠগড়ায় উপপ্রধান

Basanti: অভিযোগ, কিছুদিন আগে তৃণমূলের লোকজন গিয়ে তাঁদেরকে পাঁচ হাজার করে টাকা দিতে বলেন। গ্রামবাসীরা টাকা দিতে অস্বীকার করেন। তা নিয়েই দুপক্ষের বিবাদের সূত্রপাত হয়।

Basanti: জমি দখলকে কেন্দ্র করে তপ্ত বাসন্তী, কাঠগড়ায় উপপ্রধান
বাসন্তীতে উত্তেজনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 4:58 PM

দক্ষিণ ২৪ পরগনা: চরের জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী ব্লকের পাঁচ নম্বর নফরগঞ্জ এলাকা। গ্রামবাসীদের মারধরের অভিযোগ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে।  অতর্কিতে হামলা চালিয়ে গ্রামবাসীদের মারধরের অভিযোগ উঠেছে খোদ পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ও লোকজনদের বিরুদ্ধে। পাঁচ নম্বর নফরগঞ্জের যে নদীর চর আছে সেখানে বাম আমল থেকে দীর্ঘ বছর ধরে মানুষজন বসবাস করছেন। তাঁদের কাছে সরকারি পাট্টা ও দেওয়া হয়েছে বাম আমলে।

অভিযোগ, কিছুদিন আগে তৃণমূলের লোকজন গিয়ে তাঁদেরকে পাঁচ হাজার করে টাকা দিতে বলেন। গ্রামবাসীরা টাকা দিতে অস্বীকার করেন। তা নিয়েই দুপক্ষের বিবাদের সূত্রপাত হয়। বুধবার স্থানীয় নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান অভিমূন্য মণ্ডলের নেতৃত্বে প্রায় তিন চারশো লোকজন ওই চর দখল করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়।

এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।এ নিয়ে নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অভিমূন্য মণ্ডল তার বিরুদ্ধে ওঠা হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এক গ্রামবাসী বলেন, “আমরা ৩০-৩৫ বছর বাস করছি। বাম আমল থেকে এই জমি আমাদের পাট্টা দিয়েছে। আজ তৃণমূল আমাদের সই নিয়ে গেল, বলল মিটিংয়ে বসবে। সেই জায়গাটা এখন দখল করে নিতে চাইছে ওরা।” যদিও টাকা চাওয়া কিংবা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। তাঁর পাল্টা অভিযোগ, গ্রামবাসীরাই তাঁর কর্মীদের ওপর হামলা চালিয়েছে।