Bhangar: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল, রয়েছেন আইপিএস, অ্যাসিস্ট্যান্ট কমিশনারও

Bhangar: রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার বৈঠক করবেন তাঁরা। রয়েছেন আইরিশ বিলাল নামে একজন আইপিএস পদাধিকারী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুণ্ডু। তাঁরা ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখবেন বলে খবর।

Bhangar: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল, রয়েছেন আইপিএস, অ্যাসিস্ট্যান্ট কমিশনারও
ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 1:33 PM

দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল। লালবাজারের একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্ব প্রাপ্ত এসি, ডিসি পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় থানায় যান। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার বৈঠক করবেন তাঁরা। রয়েছেন আইরিশ বিলাল নামে একজন আইপিএস পদাধিকারী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুণ্ডু। তাঁরা ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখবেন বলে খবর।

মনোনয়ন পর্ব জমা দেওয়া থেকে যা শুরু হয়েছিল, তা নির্বাচন মিটতেও অব্যাহত। ভাঙড়ে সন্ত্রাস কমার কোনও লক্ষ্মণই নেই। নিত্য বোমা-গুলির লড়াই চলে। এমনকি ১৪৪ ধারা জারির মধ্যেও ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বারবার প্রশ্নের মুখে পড়ে ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ভাঙড় নিয়ে কড়া পদক্ষেপ করে প্রশাসন।

ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড়কে নিয়ে আলাদা ডিভিশন তৈরির করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যও এই নিয়ে যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন।

এতদিন পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা বারুইপুর জেলা পুলিশের আওতায় ছিল। কিন্তু ভাঙড় বরাবরই স্পর্শকাতর এলাকা। এবারের পঞ্চায়েত নির্বাচনে তা মাত্রা ছাড়ায়। এমনকি শাসকদলের নেতৃত্বও মুখ খোলেন। ভাঙড়ে কেউই নিরাপদ নন বলে দাবি করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। তিনি ভাঙড়ের পর্যবেক্ষকও।

পঞ্চায়েত নির্বাচনে ‘ভাঙড়ের হাঙড়রা গন্ডগোল করেছে বলেও’ মন্তব্য করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।