Dam broken in Budgebudge: তুমুল বৃষ্টিতে ভাঙল বাঁধ, আতঙ্কে ঘর ছাড়লেন বজবজের বাসিন্দারা
Dam broken in Budgebudge: জানা গিয়েছে, নদীর পাড়ে বসবাসকারী গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রায়পুর স্কুলে। বাঁধের উপর গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ দিকে, আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছে, বৃষ্টি আরও বাড়বে। ফলে গঙ্গার জলস্তরও যে বৃদ্ধি পাবে তা বলা অপেক্ষা রাখে না।
বজবজ: নিম্নচাপের জেরে সকাল থেকে মুশলধারে বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে বিভিন্ন নদীতে। এরই গঙ্গার পাড় ভাঙায় আতঙ্কে গ্রামবাসী। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বরের বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। যার জেরে আতঙ্কে এলাকাবাসী।
জানা গিয়েছে, নদীর পাড়ে বসবাসকারী গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রায়পুর স্কুলে। বাঁধের উপর গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ দিকে, আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছে, বৃষ্টি আরও বাড়বে। ফলে গঙ্গার জলস্তরও যে বৃদ্ধি পাবে তা বলা অপেক্ষা রাখে না।
এ দিকে, বাঁধ ভাঙার খবরে ঘটনাস্থলে এসেছেন বজবজ ২ নম্বর ব্লকের সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন,খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে সেচ দফতরে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে আধিকারিকরা এসেছেন। বাঁধ মেরামতির কাজও শুরু হবে। শুধু সেচ দফতর নয়, এর পাশাপাশি প্রশাসনের সদস্যরাও যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ করছে।
তবে শুধু বজবজ নয়, মুর্শিদাবাদে আবার গঙ্গার জলে তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি। দোতলা হোক বা একতলা, কাঁচা হোক বা পাকা। সবেরই অবস্থা এক। নদী যেন গিলে খাচ্ছে একের পর জমি বাড়ি। প্রাণ বাঁচাতে স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন বসবাসকারীরা।