Governor CV Ananda Bose: আনাজের দামে নাজেহাল আমজনতা, ‘গ্রাউন্ড জিরোর’ রাজ্যপাল এবার ঢুঁ মারলেন সবজি বাজারে
Vegetable Market: সোমবার ক্য়ানিং গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে ফেরার পথে ভাঙড়ের পাগলাহাটে হঠাৎ থামে রাজ্যপালের কনভয়। গাড়ি থামিয়ে সোজা সবজির বাজারে ঢুকে যান বোস। নিজে হাতে নেড়েচেড়ে দেখেন সবজি।
ভাঙড়: বাজারে হঠাৎ করে চড়া দাম উঠে গিয়েছে সবজির। বর্ষার মরশুমে হঠাৎ করেই আকাশছোঁয়া সবজির দাম। লাগামছাড়া দাম বাড়া বন্ধ করতে আসরে নেমেছে টাস্ক ফোর্সও। আর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) স্বয়ং ঢুকে পড়লেন সবজির বাজারে। সোমবার ক্য়ানিং গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে ফেরার পথে ভাঙড়ের পাগলাহাটে হঠাৎ থামে রাজ্যপালের কনভয়। গাড়ি থামিয়ে সোজা সবজির বাজারে ঢুকে যান বোস। নিজে হাতে নেড়েচেড়ে দেখেন সবজি। কথা বলেন দোকানিদের সঙ্গে। হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়া নিয়েও বিক্রেতাদের সঙ্গে কথা হয় রাজ্যপাল বোসের।
উল্লেখ্য, বাজারে সবজির দাম এতটাই বেড়ে গিয়েছে, যে নাজেহাল অবস্থা হয়েছে রাজ্যবাসীর। কলকাতা থেকে শুরু করে শহরতলি, গ্রাম-গঞ্জ সর্বত্রই প্রায় কমবেশি একই অবস্থা। আর এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে গিয়েছে টাস্ক ফোর্সও। সপ্তাহের প্রথম দিনেই সাতসকালে সল্টলেক চত্বরে বিভিন্ন বাজার এলাকাগুলিতে পরিদর্শেন যায় টাস্ক ফোর্স। সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে। কোথাও কোনও সবজির দামে অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কি না, সেই সবও খতিয়ে দেখেন তাঁরা।
গত কয়েকদিন ধরে যে হারে সবজির দাম বেড়েছে, তাতে কার্যত নাজেহাল অবস্থা। যেমন কলকাতা ও শহরতলির বাজারগুলিতে সবজির তুল্যমূল্য দাম যাচ্ছে – এক কেজি লঙ্কার দাম উঠেছে ৩০০-৩৫০ টাকা, বিনস ২৫০-৩০০ টাকা, ক্য়াপসিকাম ২০০-২৫০ টাকা। বেগুনও বিক্রি হচ্ছে ১৫০ টাকা প্রতি কেজিতে। টমেটোও কোথাও কোথাও ১৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরকালে জানিয়ে দিয়েছেন, তিনি গ্রাউন্ড জিরোর রাজ্যপাল হতে চান। জেলায় জেলায় যেখানে যা অভিযোগ উঠে আসছে, সেখানেই ছুটে যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গ থেকে ফিরে আজ গিয়েছিলেন ক্যানিংয়ে। সেখান থেকে ফেরার সময়েই সোজা সবজির বাজারে। নিজেই ঘুরে দেখে নিলেন কোন সবজির কত দাম যাচ্ছে।