‘বিধি কি কেবল বিরোধীদের?’ কটাক্ষ নওশাদের, ‘ভাইজানের’ ঘর ছেড়ে ঘাসফুলে সহস্রাধিক
Post Poll Joining: মঙ্গলবার, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তীর হাত ধরে প্রায় ১০ হাজার আইএসএফ কর্মী-সমর্থক যোগ দেয় ঘাসফুলে।
দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শাসক শিবিরে অব্য়াহত যোগদান। বিভিন্ন সময়েই দেখা গিয়েছে করোনা বিধি অমান্য করে যোগদান পর্ব চলছে। এদিকে, সংক্রমণ এড়াতে একাধিক বিধি জারি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার, করোনা আবহেই প্রায় ১০ হাজার আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলে (TMC) যোগ দেন। শাসক শিবিরের সেই যোগদান পর্বের অনুষ্ঠানকে কেন্দ্র করেই কটাক্ষ ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী।
মঙ্গলবার, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তীর হাত ধরে প্রায় ১০ হাজার আইএসএফ কর্মী-সমর্থক যোগ দেয় ঘাসফুলে। এদিন, ভাঙড়ের ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমেদের উদ্যোগে সেই রাজনৈতিক কর্মীসভায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। করোনা আবহে কি ভাবে এই সভা সংগঠিত হল প্রশ্ন তুলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। শাসক শিবিরের প্রতি কটাক্ষ হেনে তিনি বলেন, “করোনা বিধি কি কেবল বিরোধীদের জন্য? শাসক দলকে বুঝি বিধিপালন করতে হয় না!” পাশাপাশি, আইএসএফ বিধায়ক আরও জানিয়েছেন, বরাবরই আইএসএফের কর্মসূচিতে বাধা দান করেছে শাসক শিবির। এমনকী খোদ নওশাদকেও ভাঙড়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। যে ১০ হাজার কর্মীকে তৃণমূলে যোগদান করানো হল তাদের সকলকেই ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেছেন বিধায়ক। আত্মবিশ্বাসী বিধায়ক কথায়, “বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনেও মানুষ আমাকেই ভোট দেবে।”
পাল্টা, তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, “যাঁরা আমাদের দল ছেড়ে গিয়েছিলেন তাঁরা আজ ফিরে আসছেন। সকলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে যোগ দিয়েছেন, তাই বাইরে কে কী বললেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনও ক্ষতি হবে না।” প্রসঙ্গত, পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ বা ইণ্ডিয়ান সেকুল্যার ফ্রন্টের সঙ্গে বরাবরই বিরোধ ঘাসফুলের। বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ। নির্বাচনের পর অবশ্য সেই জোট সম্পর্ক প্রায় তলানিতে। এই পরিস্থিতিতে আইএসএফ ছেড়ে ঘাসফুল শিবিরে সহস্রাধিক কর্মীর যোগদান সেক্যুলার ফ্রন্টের ভাঙনের ভিত তৈরি করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আরও পড়ুন: হাসপাতাল বলেছিল ‘মৃত’, দেহ মাটিতে পোঁতার আগেই নড়েচড়ে উঠল সদ্যোজাত!