ISF Worker Murder: রাস্তার ধারের আম গাছে ঝুলছে আইএসএফ কর্মীর দেহ, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Bhangar: ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিপুর থানার পূর্ব কাঠালিয়া এলাকার ঘটনা।
ভাঙড়: ভাঙড়ে আইএসএফ কর্মীকে করার অভিযোগে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল। শনিবার সকালে ওই যুবককে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় কাশিপুর থানায়। দেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিপুর থানার পূর্ব কাঠালিয়া এলাকার ঘটনা। আইএসএফ কর্মীদের অভিযোগ, ওই অঞ্চলের একটি বুথ সভাপতির ভাইকে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে।
এ দিন, সকালে ঘটনাটি প্রথম নজরে আসে প্রাতঃভ্রমণকারীদের। তাঁরা দেখেন এলাকারই একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই যুবক। মৃতের নাম শেখ রেজাউল (৩৬)। সঙ্গে সঙ্গে খবর যায় কাশিপুর থানায়। পুলিশ আসার আগেই কয়েকশো মানুষ তাঁকে দেখতে ভিড় করেন। খবর পেয়ে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দেহ উদ্ধারের চেষ্টা করে। প্রাথমিকভাবে গ্রামবাসীরা মৃতদেহ আটকে রাখলেও পরে ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পরেই রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে। আইএসএফ কর্মীদের দাবি গত বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকীকে সমর্থন করেছিল বলেই তাঁকে পিটিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে শাসকদলের কর্মী সমর্থকরা। ঘটনার পর কার্যত মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্ব।
এলাকার আইএসএফ কর্মী বলেন, ‘খুব পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। ওকে মারার পর দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। এমন অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়েছে যে নিজে-নিজেও যদি আত্মহত্যা করে তাহলেও তা সম্ভব নয়। পুলিশ বলেছে সদার্থক ভূমিকা নেবে। যদি না করা হয়, তাহলে থানা ঘেরাও করা হবে। ওকে মারল কেন তা জানতে হবে। কারণে ওদের সাংসারিক জীবনে কোনও অশান্তি ছিল না।’ ‘এলাকার তৃণমূল কর্মীরা এখানে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। যেহেতু আইএসএফ জিতে রয়েছে এই এলাকায় সেই কারণে সন্ত্রাস সৃষ্টি করে ভয় দেখানো হয়েছে। আমাদের কর্মীদের মনোবল ভাঙার জন্য এই সব পন্থা অবলম্বন করা হয়েছে।’ অপর আইএসএফ কর্মী বলেন, ‘বারবার শাসকদল কেন এমন করছে? গুড়বাতাসা খাওয়াবো, বাপের নাম ভুলিয়ে দেব। কেন এই সব বলছে? আমরা আইএসএফ করছি বলে?ট