Sundarbans Tourist Missing: রাতে জলযান থেকে নিখোঁজ পর্যটক, সুন্দরবন ঘিরে রহস্য

Sundarbans Tourist Missing: জানা গিয়েছে, কুমারগ্রাম থেকে চোদ্দো জনের একটি দল দেওঘর হয়ে বীরভূমের তারাপীঠ ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ওই দলটি বুধবার সুন্দরবন ভ্রমণে আসে।

Sundarbans Tourist Missing: রাতে জলযান থেকে নিখোঁজ পর্যটক, সুন্দরবন ঘিরে রহস্য
সুন্দরবনে পর্যটক নিখোঁজ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 10:01 AM

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন। নদীতে বোট থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন পর্যটক। সুন্দরবনে ভ্রমণ করতে গিয়ে জলযান থেকে পড়ে নিখোঁজ হয়ে গেলেন এক পর্যটক। ওই পর্যটকের নাম নাম প্রসেনজিৎ গোস্বামী। বছর তেতাল্লিশের প্রসেনজিতের বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানা এলাকায়।

জানা গিয়েছে, কুমারগ্রাম থেকে চোদ্দো জনের একটি দল দেওঘর হয়ে বীরভূমের তারাপীঠ ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ওই দলটি বুধবার সুন্দরবন ভ্রমণে আসে। বুধবার সকালে একটি জলযান ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। সুন্দরবনে নৌকাভ্রমণ হয়। রাতে জলযানে ছিলেন তাঁরা। সঙ্গীরা জানাচ্ছেন, ভোরের দিকে আর প্রসেনজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রসেনজিৎ নদীতে কোনওভাবে পড়ে গিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। নদীতে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় আরও এক জন অসুস্থ হয়ে পড়েছে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে গোসাবা হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনার পর খবর পেয়ে ওই এলাকায় গিয়েছে সুন্দরবন উপকূল থানার পুলিশ।

সুন্দরবনের গোমর নদীতে এখন ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। তবে ওই ব্যক্তি কীভাবে নদীতে পড়ে গেলেন, সেটাই রহস্য। তবে বিশেষজ্ঞদের একাংশের মত, সুন্দরবনের আবহাওয়া এখনও পর্যটকদের ঘোরার জন্য একেবারেই অনুকুল নয়। মাঝেমধ্যেই ঝড়ো হাওয়া বইছে। উত্তাল হচ্ছে নদী। তার মধ্যে নদীতে জলযানে ভ্রমণ বিপজ্জনক বলেই মনে হচ্ছে।

অনেকেই আবার মদ্যপান করে জলজানে ঘোরাফেরা করেন। এই ক্ষেত্রে ঠিক কোন ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।