Mamata Banerjee: ‘হজের দিন পরিকল্পনা করেই ভোট’, ক্যানিংয়ে বিস্ফোরক মমতা

Mamata Banerjee: ঝড় হলেও খেলা হবে। হজে অনেকে বাইরে যাচ্ছেন। প্ল্যান করে এই সময় ভোট করেছেন। যাতে ২ হাজার মুসলিম ভোট দিতে না পারে দুই পরগনায়। সে জন্য তাঁরা চলে যাচ্ছেন ভোট না দিয়ে। আশা করি তাঁদের পরিবারের কেউ একটাও ভোট নষ্ট করবেন না: মমতা

Mamata Banerjee: 'হজের দিন পরিকল্পনা করেই ভোট', ক্যানিংয়ে বিস্ফোরক মমতা
ক্যানিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2024 | 4:23 PM

জয়নগর: সপ্তম দফা ভোটের আগে জয়নগরের ক্যানিংয়ের নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হজের মধ্যে পরিকল্পনা করেই ভোটের দিন ফেলেছে মোদী সরকার। খোঁচা মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কী কী বললেন, দেখুন  এক নজরে…

KEY HIGHLIGHTS

  1. মোদীবাবুর রাজত্বে সারা ভারত জেলখানা হয়ে গিয়েছে। মানুষের বাঁচার অধিকার নেই। বাংলা না থাকলে দেশ স্বাধীন হত না।
  2. আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মোদী যাক, দেশ থাক। মোদীর নাটকবাজি যাক, দেশ থাক। ওহে নন্দলাল মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছো? তুমি নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছো? ছবি দেখাচ্ছে, আমার ঘর বানিয়ে দিচ্ছেন। নো গ্যারান্টিবাবু। বাড়ি গিয়ে দেখুন ঝুপড়িতে থাকে।
  3.  বিজেপির গ্যারান্টি ফোর টোয়েন্টি। বিদ্যুৎ না দিয়ে বলছে বিদ্যুৎ দিচ্ছি। সবাইকে ১৫ লাখ টাকা করে দেবে, ফোর টোয়েন্টি। স্বাধীনতা আন্দোলন জানে না ওরা। ওরা যে হিন্দু ধর্ম আমদানি করছে, সেটা আমাদের দেশের হিন্দু ধর্ম নয়, সেটা বেদ বেদান্ত নয়, কোরাণ পুরাণ নয়। আমাদের দেশে কবি লিখেছিলেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান।
  4. আমারা সর্ব ধর্ম সমন্বয় মানি। বিবেকানন্দ বলে গিয়েছিলেন। তিনি এক মুসলমানের বাড়িতে গিয়ে হুকো টেনেছিলেন, দেখেছিলেন জাত যায় কিনা! গান্ধী হাঁটু পর্যন্ত ধুতি পরতেন। গান্ধী তখন বেলঘাটায় গান্ধীভবনে অনশন চালাচ্ছেন।
  5. এরা কারা, নেতা না ন্যাতা? আমি তো খারাপ কথা বলি নি। ন্যাতা দিয়ে তো ঘর মোছে। আমি তো গ্রামের ভাষা বলছি। আমি এখনও আমার বাবার জন্মস্থানে যায়নি। বাবার মৃত্যু হয়েছে অনেক অল্প বয়সে। আমাদের অনেক দেবত্তর সম্পত্তি ছিল । আমার হাত কাটা দিলে বোঝা যাচ্ছে, আমি হিন্দু না মুসলমান? আমার হৃদয় কাটলে, চোখ কাটলে বোঝা যাচ্ছে আমি হিন্দু না মুসলমান? বাবা অনেক সব দাদার ছেলেকে দিয়ে এসেছিল।
  6. আমি শুধু একবার গিয়েছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায় এমএলএ, গ্রামের লোকেরা এসে বলল, একটা মন্দির করবে জমিতে, আমি কিছু না দেখেই সই করে দিলাম। আমার কিছু নেই, এটা নিলেও কিছু যায় আসে না।
  7. আমরা বিজেপির মতো অপদার্থতার মতো পার্টি করি না। পার্টি করি আদর্শ নিয়ে। অভিষেকরা যখন ছোট, আড়াই তিন বছরের, হাজরাতে আমাকে মারল, মেরে মাথা চৌরচির করে দিল। আমি আড়াই মাস পর হাসপাতাল থেকে যখন বাড়ি ফিরলাম, অভিষেক তখন আমাকে জিজ্ঞাসা করত, দিদি তোমার কী হয়েছে? ওর মা তখন বোঝাত ওকে। তখন নিয়েই ঝান্ডা হাতে বলল, দিদিকে কেন মেরেছো? জবাব চাই, জবাব দাও।
  8. আমার ১৪০ টা বই বেরিয়ে গিয়েছে। কবিতাবিতান বলে একটা বই রয়েছে, এক হাজার কবিতা রয়েছে। আলোকবর্তিকা নামে আমার একটা বই রয়েছে। আমার ইচ্ছা ছাত্রছাত্রী পড়ুক। যখনই সমস্যায় পড়বে, মনে রাখবেন সমস্যার সমাধান নিজেই মন থেকে করে নেবেন। জীবনটা হতাশার জন্য নয়।
  9. সন্দেশখালি নিয়ে চক্রান্ত করল। মা বোনেদের অসম্মান করল। প্ল্যান বি দাঙ্গা করার চেষ্টা করল, আটকে দিলাম।
  10. NRC -CAA-নাগরিকত্ব নিয়ে মুখ খুললেন, OBC রিজার্ভেশন কেড়ে নেওয়ার চক্রান্ত করছেন। আমি হতে দেব না। ওই সার্টিফিকেট এখন চলবে। চিন্তা করবেন না। আমরা সুপ্রিম কোর্টে যাব। আমি যত দিন আছি, জাস্টিস মানুষকে পাইয়েই ছাড়ব।
  11. মোদী দুদিন আগে এসে বলে গেলেন, তাঁর নাকি বাবা-মা নেই। তাঁকে ঈশ্বর পাঠিয়েছেন। ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো, তোমায় প্রদীপ জ্বেলে দেব, তুলসি পাতা দেবো, জবা ফুল-হলুদ ফুল দেবো, ধোকলা রান্না করে দেবো, রাজনীতি করতে এসেছো কেন? ঈশ্বরের দূত বলে হয় না। রামকৃষ্ণ-বিবেকানন্দ কখনও নিজেকে ঈশ্বর বলেছেন?
  12. আবার বলছে, জগন্নাথ দেবও ওঁর ভক্ত ছিল। হায় জগন্নাথ, কী দুর্দশায় দেশের আজ। কেন বিশ্বাস করছে লোকেরা, এটা কি খামখেয়ালিপনা চলছে?
  13. ভোট কাটাকাটি করবেন না। কয়েকটা বিজেপির টাকায় দাঁড়িয়েছে। সিপিএম-কংগ্রেসকে ভোট দেবেন না। দিল্লিতে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে। ইন্ডিয়া জোট আমরাই তৈরি করেছি, আমরাই ক্ষমতায় আনব। এই সিপিএম কংগ্রেস নয়। এগুলো বিজেপির দালাল।
  14. ঝড় হলেও খেলা হবে। হজে অনেকে বাইরে যাচ্ছেন। প্ল্যান করে এই সময় ভোট করেছেন। যাতে ২ হাজার মুসলিম ভোট দিতে না পারে দুই পরগনায়। সে জন্য তাঁরা চলে যাচ্ছেন ভোট না দিয়ে। আশা করি তাঁদের পরিবারের কেউ একটাও ভোট নষ্ট করবেন না।