Basanti Murder: বাসন্তীতে খুন করে নাবালিকাকে মাটিতে পুঁতে ফেলেছিল, জেরায় স্বীকার অভিযুক্তর

South 24 pargana: স্থানীয় সূত্রে খবর, বুধবার থেকে দু'দিন ধরে নিখোঁজ ছিল ওই নাবালিকা ছাত্রী। এরপর বাড়ির মেয়েকে খুঁজে না পেয়ে বাসন্তী থানার শিমুলতলা পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে অভিযোগ জানায় পরিবার।

Basanti Murder: বাসন্তীতে খুন করে নাবালিকাকে মাটিতে পুঁতে ফেলেছিল, জেরায় স্বীকার অভিযুক্তর
বাসন্তীতে খুন নাবালিকা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 3:48 PM

বাসন্তী: বিশেষভাবে সক্ষম নাবালিকাকে খুনের অভিযোগ। শুধু তাই নয় খুন করে ওই ছাত্রীকে পুঁতে দেওয়ারও অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ফরেন্সিক দল। ঘটনাস্থল, বাসন্তী থানার উত্তর আমঝাড়া এলাকা। সেখানেই এমন চতুর্থ শ্রেণির ওই পড়ুয়ার সঙ্গে এমন রোমহর্ষক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার থেকে দু’দিন ধরে নিখোঁজ ছিল ওই নাবালিকা ছাত্রী। এরপর বাড়ির মেয়েকে খুঁজে না পেয়ে বাসন্তী থানার শিমুলতলা পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে অভিযোগ জানায় পরিবার। তদন্তে নামে পুলিশ। বহু খোঁজাখুঁজির পর ওই গ্রামের এক প্রতিবেশীর বাড়ির ঘরের মেঝের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনা ইতিমধ্যেই শেরাউদ্দিন লস্কর ও তাঁর কাকিমা সাহানারা লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। এরা দু’জনই ওই নাবালিকার প্রতিবেশী। দু’জনকেই ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। রবিবার এই ঘটনায় ফরেন্সিক টিমের দুই প্রতিনিধি সহ এসডিপিও ক্যানিং, বাসন্তী থানার পুলিশের উপস্থিতিতে খতিয়ে দেখা হয়। এই নাবালিকাকে খুন করার আগে কোন শারীরিক নির্যাতন করা হয়েছে কি না সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত শেরাউদ্দীন লস্কর পুলিশি জেরায় স্বীকার করেছে সে খুনের ঘটনার সঙ্গে জড়িত।

পুলিশ আধিকারিক বলেন, “যেহেতু মেয়েটিকে খুন করে পুঁতে দেওয়া হয়েছে, আর জেরায় অভিযুক্ত স্বীকার করেছে সে এই কাজের সঙ্গে যুক্ত সেই কারণে আমরা এসেছি। তাই আর কোনও প্রমাণ পেতে পারি কি না সেই কারণে আমরা এখানে এসেছি।”