Panchayat Election 2023 Result: গণনার বিকেলে বাসন্তীতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, অভিযোগ নির্দলদের দিকে
Panchayat Election 2023 Result: ভোটের আবহে বারবার শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে এই বাসন্তীতে। খুনের ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, কাঠালবেড়িয়া পঞ্চায়েত ও ফুলমালঞ্চ, এই দুই পঞ্চায়েত এলাকায় তৃণমূলের মূল সংগঠনের সঙ্গে যুবর বিবাদ পুরনো।
দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে ভোট গণনার পরই যুব তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনা শেষ হওয়ার আগেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। কাঠালবেড়িয়া গ্রামপঞ্চায়েতের কলতলা লস্করপাড়া। সেখানেই এদিন এক তৃণমূল যুব কর্মীর বাড়িতে হামলা চলে। অভিযোগের আঙুল নির্দল সমর্থকদের বিরুদ্ধে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় বাসন্তী থানার পুলিশ বাহিনী।
ভোটের আবহে বারবার শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে এই বাসন্তীতে। খুনের ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, কাঠালবেড়িয়া পঞ্চায়েত ও ফুলমালঞ্চ, এই দুই পঞ্চায়েত এলাকায় তৃণমূলের মূল সংগঠনের সঙ্গে যুবর বিবাদ পুরনো। পঞ্চায়েত ভোটে যাঁরাই দলের প্রতীক পেয়েছেন, পাল্টা নির্দল হয়ে লড়েছে দলেরই একাংশ। এরইমধ্যে এদিনের ঘটনা।
আহমেদ আলি মোল্লা নামে এক তৃণমূল সমর্থক বলেন, “আমরা তৃণমূল করি, ওরা নির্দল করে। কী জন্য কী হল বুঝতেই পারলাম না। সন্ধ্যায় বাড়িতে এসে হামলা করল, ভাঙচুর চালাল। এখন বলছে, দু’টো ছেলের মুণ্ড চাই। কেন এসব বলছে কিছুই বুঝতে পারছি না।”