Fake CBI : খোঁজ মিলল ভুয়ো CBI-এর, বাজেয়াপ্ত স্টিকার সাঁটানো গাড়ি, গ্রেফতার ৩
Fake CBI : যেখানে সিবিআই-এর পুরো নাম লেখা ছিল, সেখানে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের বদলে লেখা রয়েছে ক্রাইম ব্যুরো অব ইনভেস্টিগেশন ট্রাস্ট। 'ট্রাস্ট' কথাটি লেখা আবার ছোট হরফে।
নরেন্দ্রপুর : রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বগটুই, হাঁসখালি সহ বিভিন্ন মামলার তদন্ত করছে সিবিআই। বিভিন্ন জায়গায় অভিযানও চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরই মধ্যে আবার খোঁজ মিলল ভুয়ো সিবিআই অফিসারের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। গাড়ির গায়ে আবার স্টিকারও সাঁটানো। সেখানে ইংরেজি হরফে লেখা সিবিআই। আর সেই সিবিআই লেখার উপরে আরও একটি স্টিকার। সেখানে রয়েছে একটি লোগো। লোগোটি দেখতে অনেকটাই সিবিআই লোগোর মতো। তবে সূক্ষ্ম কিছু ফারাক রয়েছে। ভাল ভাবে না দেখলে, সিবিআই লোগো ভেবে ভুল হয়ে যেতে পারে। সেখানে লোগোতে অশোকস্তম্ভের অংশটি সিবিআই লোগো থেকে কিছুটা আলাদা। আর তাছাড়া যেখানে সিবিআই-এর পুরো নাম লেখা ছিল, সেখানে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের বদলে লেখা রয়েছে ক্রাইম ব্যুরো অব ইনভেস্টিগেশন ট্রাস্ট। ‘ট্রাস্ট’ কথাটি লেখা আবার ছোট হরফে।
শনিবার রাতে ওই ঘটনার জেরে নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনে। উদ্ধার করা হয়েছে একটি গোপন ক্যামেরাও। ওই স্টিকার সাঁটানো গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার রাতে নরেন্দ্রপুর থানার পুলিশ টহল দিচ্ছিল এলাকায়। সেই সময়েই বিষয়টি নজরে আসে টহলদারি ভ্যানের। সম্ভবত সিবিআই-এর পুরো নাম যেটি লেখা রয়েছে, সেটি দেখেই সন্দেহ হয় পুলিশের। সিবিআই-এর স্টিকার লাগানো লাল রঙের ওই গাড়িটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন নরেন্দ্রপুর থানার পুলিশকর্মীরা। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তিদের থেকে সিবিআই-এর নামে ভুয়ো পরিচয়পত্রও পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সিবিআই-এর নাম করে ভুয়ো পরিচয় দেখিয়ে ওই ব্যক্তিরা ভয় দেখিয়ে টাকা তুলত।
ধৃতদের রবিবার বারুইপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় নরেন্দ্রপুর থানার পুলিশ। উল্লেখ্য, এর আগেও শহরে বিভিন্ন সময়ে ভুয়ো চিকিৎসক, ভুয়ো আইনজীবীর খোঁজ মিলেছিল। এবার নরেন্দ্রপুর এলাকায় ভুয়ো সিবিআই অফিসারের খোঁজ মেলায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।