Bhangar: নিখোঁজ ছিলেন গত দু’দিন, বাড়ির পাশেই পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ

Deadbody Found: পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। আত্মীয় ও বাজারঘাটেও খোঁজ করা হয়। কিন্তু কোথাও কোনও সূত্র পাননি তাঁরা।

Bhangar: নিখোঁজ ছিলেন গত দু'দিন, বাড়ির পাশেই পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ
ভাঙড়ে দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 10:09 AM

দক্ষিণ ২৪ পরগনা: নিখোঁজ হওয়া এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাঙড়ের মাঠ পাড়া এলাকায়। মৃতের নাম রহিম বক্স মোল্লা (৭৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বাড়ি থেকে কাজে যাচ্ছেন বলে বের হন রহিম। তারপর আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যায় নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা কোনওভাবেই রহিমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। মোবাইল ফোনও ব্যবহার করতেন না ওই বৃদ্ধ।

পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। আত্মীয় ও বাজারঘাটেও খোঁজ করা হয়। কিন্তু কোথাও কোনও সূত্র পাননি তাঁরা। পরে থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশও খোঁজ শুরু করে। এরই মধ্যে বুধবার রাতে এলাকারই একটি পুকুরে একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

প্রথমে তাঁরা বিষয়টি অন্ধকারের মধ্যে বুঝতে পারেননি। পরে যখন তাঁরা বুঝতে পারেন, জলে দেহ ভেসে রয়েছে, তাঁরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করে। দেহটি জলে থেকে ফুলে উঠেছিল। তবে মুখ দেখে সহজেই তাঁকে চিনতে পেরে যান স্থানীয়রা। প্রতিবেশীদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রহিমের পরিবারের সদস্যরাও।

রহিমকে শণাক্ত করেন তাঁরা। তবে কীভাবে তাঁর মৃত্যু হল, রহিম জলে কেন নেমেছিলেন, আদৌ নেমেছিলেন, নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছিল, এটা খুন কিনা, তা কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

সত্তরোর্ধ্ব ব্যক্তির সঙ্গে আদৌ কারোর কোনও শত্রুতা ছিল কিনা, তাঁকে খুন করা হয়েছে কিনা, নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, রহিম বেশ কিছুদিন বার্দ্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুন: Petrol Diesel Price Hike: জ্বালানির দামে জ্বলছে বাংলা, পরিবহন কর্মীদের মিষ্টি খাইয়ে প্রতিবাদ তৃণমূলের

আরও পড়ুন: Road Accident: রিক্সার অপেক্ষায় রাস্তার ধারে বসেছিলেন তিন বান্ধবী, দ্রুতগতিতে ট্রাক এসে থেঁতলে দিল তিনজনকেই!