এলিগেটর গারকে 'আদিমতম মাছ' বা 'জীবান্ত জীবাশ্ম'বলে মনে করেন প্রাণীবিদরা। কারণ এই মাছের যে জীবাশ্ম এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে তার বয়স ১০ কোটি বছর। তবে, উত্তর আমেরিকার এই বিশাল বপু মাছের দেখা ডায়মন্ডহারাবারে মিলতে বেশ খানিকটা চিন্তায় পরিবেশবিদরা।
জেডএসআইয়ের বিজ্ঞানী শান্তনু মিত্রের মতে, এই মাছ জীববৈচিত্র্য ধ্বংস করতে পারে। কারণ, শিকারী এই এলিগেটর ফিস যেমন ছোট ছোট মাছ খেয়ে নেয়,তেমনই দ্রুত বংশবিস্তারও করতে পারে। ফলে ক্ষতি হতে পারে স্বাভাবিক জীববৈচিত্র্যের।শুধু তাই নয়, এই মাছ এতদিনে ওই চত্বরে বংশবিস্তার করেছে কি না তাও ভাবাচ্ছে বিজ্ঞানীকে। তাঁর আশঙ্কা, ওই মাছ বংশবিস্তার করলে ডায়মন্ডহারবারে মাছের ক্ষতি হতে পারে। যারল জেরে বিপদ হতে পারে মত্স্যজীবীদেরও।