গার্হস্থ্য হিংসা! গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ!
South 24 Parganas: প্রীতির বাপের বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। বছর চারেক আগে ক্যানিংয়ের ঝন্টু মণ্ডলের সঙ্গে প্রীতির বিয়ে হয়।
দক্ষিণ ২৪ পরগনা: এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গলা ডহরা গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত বধূর নাম প্রীতি মণ্ডল।
প্রীতির বাপের বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। বছর চারেক আগে ক্যানিংয়ের ঝন্টু মণ্ডলের সঙ্গে প্রীতির বিয়ে হয়। পেশায় রাজমিস্ত্রি ঝন্টুর সঙ্গে প্রাীতির প্রায়ই অশান্তি হয়। বৃহস্পতিবার বিকেলে প্রীতির বাপের বাড়ির লোকজন খবর পান, অগ্নিদগ্ধ হয়েছেন ওই বধূ। তাঁকে ক্যানিং হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালেই মৃত্যু হয় প্রীতির।
গৃহবধূর বাপেরবাড়ির অভিযোগ, জোর করেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রীতির গায়ে। মহিলার শ্বশুরবাড়ির লোকজন পলাতক। প্রীতির বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: কামড়েছিল বাড়ির পোষ্যই, হাসপাতালে ‘ইঞ্জেকশন দেওয়ার পরই’ মৃত্যু ছাত্রীর