দেহাতি চলনবলন, গ্রাম্য় বুলি, বোরখার আড়ালে মুখ! বেছে বেছে ওঁদেরই টার্গেট করা হত কোটি টাকার ‘ব্যবসায়’
Drug Smugglers: মাদক পাচারের তদন্তে নেমে সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ। ২৩ জুলাই মাদক পাচারকারি অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা: আপাত নিরীহ চেহারা। সহজ দেহাতি চলনবলন! ঠিক বেছে বেছে এমন মহিলাদের খুঁজে বার করতেন ওঁরা! বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদেরই টার্গেট করতেন। কারণ তাঁদের পরনের বোরখার আড়ালেই আসল কার্যসিদ্ধি হয়ে যেত ওঁদের! আন্তঃরাজ্য হিরোইন পাচারের তদন্তে নেমে এমনই তথ্য উঠে এল পুলিশের হাতে।
মাদক পাচারের তদন্তে নেমে সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ। ২৩ জুলাই মাদক পাচারকারি অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে ঘুটিয়ারি শরিফ থানায় একটি কেস রেজিস্টার করেন তদন্তকারীরা। সাইমা নামে একজন মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সাজিনা বিবি(২৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৪ কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ। মোট ৪টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ৫০০ গ্রাম করে আছে। প্রায় ১ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে সাজিনা বিবি কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে হিরোইন নিয়ে আসতেন বলে জেরায় জানিয়েছেন। তারপর তাঁর সঙ্গে আরও কিছু মিশিয়ে বিক্রি করতেন।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এই জাল ছড়ানো বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। আরও অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছে। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি।
ধৃতদের টানা জেরা করছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এর সঙ্গে একটা বড় চক্র জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে আরও অনেকে মহিলাই জালে ধরা পড়বেন। মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। আরও পড়ুন: ‘ঘোরের মধ্যেই বুঝতে পারছিলাম বাজে ভাবে শরীর স্পর্শ করছে কেউ…’, কলকাতার হাসপাতালে তরুণীর ভয়াবহ অভিজ্ঞতা