TMC clash: ছেলে কেন মিশছে ওদের সঙ্গে? লাঠি নিয়ে বাবা-মা’কে বেধড়ক মার
TMC clash: ছেলেকে না পেয়ে বাবা- মা-কেই মারধর করে একদল দুষ্কৃতী। ছেলে তৃণমূলের কোন কর্মীদের সঙ্গে মিশছে, তা নিয়েই সমস্যা।
বাসন্তী : রাতে আচমকা লাঠি,বাঁশ নিয়ে বাড়িতে চড়াও একদল দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই বেধড়ক মার। এক দম্পতি ও তাঁর দুই মেয়েকে মারধর করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ঋতুভকত হাইস্কুল পাড়া এলাকায়। একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন ওই দম্পতি। ওই দম্পতির ছেলে সুব্রত কর্মসূত্রে কলকাতায় থাকেন। দম্পতি জানাচ্ছেন, তাঁকে খুঁজতেই বাড়িতে এসেছিল ওই দুষ্কৃতীরা। তাঁকে না পেয়ে তাঁর বাবা-মাকে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছে শিবু দাস ও তাঁর স্ত্রী সুন্দরী দাস। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই এই ঘটনার অন্যতম কারণ।
বাসন্তীর ফুলমালঞ্চ গ্রামের বাসিন্দা শিবু দাস ও তাঁর স্ত্রী সুন্দরী দাসের ছেলে সুব্রত দাস কলকাতায় দিনমজুরের কাজ করেন। সপ্তাহে একদিন তিনি গ্রামের বাড়িতে ফেরেন। এলাকার কোন ছেলেদের সঙ্গে তিনি মেলামেশা করেন, তা নিয়ে আপত্তি বলেই এই হামলা। আদতে সুব্রত যাঁদের সঙ্গে মেশেন, তাঁরা তৃণমূলেরই কর্মী। যারা আক্রমণ করেছে, তাদের দাবি,স সুব্রত কেন ওই সব ছেলেদের সঙ্গে মিশবে? জানা গিয়েছে, এই নিয়ে আগেও বেশ কয়েকবার হুমকি দিয়েছে স্থানীয় বেশ কয়েকজন দুষ্কৃতী। জানা যাচ্ছে, যারা লাঠি নিয়ে আক্রমণ করে, তারাও তৃণমূলেরই কর্মী। মূলত গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ক্ষোভ বলে জানা গিয়েছে।
কলকাতা থেকে সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন দম্পতির ছেলে সুব্রত দাস। সাধারণত সপ্তাহে একবার বাড়ি ফেরেন তিনি। অভিযোগ, সুযোগ বুঝে দুষ্কৃতীরা সুব্রতকে মারধর করার ছক কষে। কিন্তু রাতে বাড়িতে চড়াও হলে সুব্রতকে খুঁজে পায়নি ওই দুষ্কৃতীরা। ছেলেকে না পেয়ে দম্পতিকে বেধড়ক মারধর করে তারারা। এমনকি দম্পতির দুই মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ।
প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে দৌড়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রতিবেশীরাই ওই দম্পতি ও তাঁদের দুই মেয়েকে উদ্ধার করে। দম্পতিকে চিকিৎসার জন্য প্রথমে বাসন্তী ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে দম্পতির শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে তাঁদেরকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে ওই দম্পতির পরিবারের লোকজন বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
আরও পড়ুন : Governor Jagdeep Dhankhar: রাত ২ টোয় অধিবেশন নয়! মঙ্গলবারই রাজ্যপাল-মুখ্যসচিব সাক্ষাৎ
আরও পড়ুন : Dilip Ghosh: রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়ে আফ্রিকা সফরে যাচ্ছেন দিলীপ ঘোষ