TMC leader Threatening: ‘মামলা না তুললে গুলি করে মেরে দেবে’, মহিলাকে ‘হুমকি’ তৃণমূল নেতার

TMC: সোনারপুর টাউনের জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ মণ্ডল। তাঁর বিরুদ্ধেই অভিযোগ সোনারপুরের মণিকা মজুমদারের।

TMC leader Threatening: 'মামলা না তুললে গুলি করে মেরে দেবে', মহিলাকে 'হুমকি' তৃণমূল নেতার
অভিযোগকারী মণিকা মজুমদার। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2022 | 10:22 PM

দক্ষিণ ২৪ পরগনা: পৈত্রিক জমি নিয়ে মামলা দায়ের করেন সোনারপুরের এক মহিলা। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা। এমনকী তিনদিনের মধ্যে মামলা না তুললে বাড়িতে ঢুকে গুলি করে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারীর। এই ঘটনায় আরও একবার কাঠগড়ায় উঠে এল ‘শাসকদলের শাসানি’। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে জানিয়ে দেন, ‘বাড়িতে নেই’। তবে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র বলেন, আইন আইনের পথে চলবে। অন্যায় করলে তৃণমূল কাউকেই রেয়াত করে না। অভিযোগকারীর মহিলার সঙ্গে তিনি কথা বলেছেন বলেও জানান। সোনারপুর টাউনের জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ মণ্ডল। তাঁর বিরুদ্ধেই অভিযোগ সোনারপুরের মণিকা মজুমদারের। মণিকাদেবী বলেন, তাঁদের পৈত্রিক সম্পত্তি নিয়ে মামলা চলছে আদালতে। এখনও তিনি জমি বিক্রি করেননি। অথচ সেই জমিতে বেআইনিভাবে নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। এর প্রতিবাদ করায় পার্থ মণ্ডল নিজের ক্ষমতার বলে নানাভাবে হুমকি দিচ্ছেন।

মণিকা মজুমদার বলেন, “আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে অনেক দিন ধরেই ঝামেলা চলছে। আমি আদালতে মামলা করি। বিচার এখনও চলছে। এরইমধ্যে ওখানে নির্মাণকাজ চলছে। গত ২৪ এপ্রিল পার্থ মণ্ডল আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে। বলেছে, মামলা না তুললে তিনদিনের মধ্যে আমাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে দেবে। আমার ছেলে, মেয়ে, জামাইকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছে। আমি বিধায়কের সঙ্গে দেখা করে সবটা বলি। উনিই আমাকে থানায় পাঠান। পার্থ মণ্ডলের নামে এফআইআরও করি। কিন্তু এখন আতঙ্কে রয়েছি। বাড়িতে একা থাকি। শরীরও ভাল থাকে না। প্রশাসন কিছু একটা ব্যবস্থা নিক। এভাবে দিনের পর দিন হুমকি সহ্য করা দুষ্কর।” এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

এ প্রসঙ্গে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র বলেন, “অন্যায়কে কখনওই আমরা সমর্থন করি না। কেউই করে না। একটা অভিযোগ হয়েছে বলে আমি যতদূর শুনেছি। থানায় এক মহিলা অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অবশ্যই তদন্ত করবে। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি সত্যিই এ কাজ করেছেন কি না তা খতিয়ে দেখে যা করার পুলিশ করবে। আইন আইনের পথেই চলবে। কোনও অন্যায়কে আমি তো সমর্থন করি না। আমাদের দলও করে না।” একইসঙ্গে লাভলি জানান, তিনি নিজে ওই মহিলার সঙ্গে কথা বলেছেন। একজন মহিলা হয়ে যাতে অন্যরাও সুরক্ষিত থাকেন তার সবরকম ব্যবস্থা করবেন। এই নিয়ে সোনারপুরের আইসির সঙ্গেও কথা বলেছেন বলে জানান বিধায়ক।

আরও পড়ুন: BJP MLA Suspension: বিজেপির সাত বিধায়কের সাসপেনশন, অধ্যক্ষের কাছে হলফনামা তলব হাইকোর্টের