West Bengal Panchayat Elections 2023: ছাপ্পা দিচ্ছেন স্বয়ং পোলিং অফিসার! ডায়মন্ডহারবারে ভয়ঙ্কর অভিযোগ

West Bengal Panchayat Elections 2023: সেখানে পোলিং অফিসার নিজে ছাপ্পা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যাদের হাতেই সুষ্ঠভাবে নির্বাচন করার দায়িত্ব সেই সরকারি আধিকারিকের বিরুদ্ধেই উঠল ছাপ্পা মারার অভিযোগ।

West Bengal Panchayat Elections 2023: ছাপ্পা দিচ্ছেন স্বয়ং পোলিং অফিসার! ডায়মন্ডহারবারে ভয়ঙ্কর অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 1:59 PM

ডায়মন্ডহারবার: ভোটের বাংলায় ছাপ্পার অভিযোগ আগেই উঠেছিল। এবার আর কোনও রাজনৈতিক দল নয়, খোদ ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল পোলিং অফিসারেরই বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের ১ নম্বর ব্লকের মশাটের ১৩৭ নম্বর বুথের ঘটনা।

সেখানে পোলিং অফিসার নিজে ছাপ্পা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যাদের হাতেই সুষ্ঠভাবে নির্বাচন করার দায়িত্ব সেই সরকারি আধিকারিকের বিরুদ্ধেই উঠল ছাপ্পা মারার অভিযোগ। সূত্রের খবর, তৃতীয় পোলিং অফিসার ছাপ্পা দিচ্ছিলেন। আর এই ভাবেই গোটা ভোট প্রক্রিয়া চলছিল সকাল থেকেই। যদিও, এই বিষয়ে কমিশন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেছে বলে জানতে পারা যায়নি।

এ দিন, সকাল থেকেই লাগাতার অশান্তি খবর উঠে আসে গোটা বাংলা থেকে। উত্তর থেকে দক্ষিণ একই ছবি  প্রায় প্রতিটি জায়গায়। এ দিন সকালে কোচবিহারে গ্রামবাসীরা ব্যালট পেপার নিজেরাই জ্বালিয়ে দেন। তাঁদের অভিযোগ, শুক্রবার রাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাগাতার ছাপ্পা দিতে শুরু করেন। তবে শুধু কোচবিহার নয়, উত্তপ্ত হয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ও। সেখানে লাগাতার পড়ে বোমা।। আহত হয় দুই শিশু। তাঁদের মধ্যে একজনের বয়স চার বছর, আর একজনের বয়স সাত। কোচবিহারের মাথাভাঙায় ব্যালট বাক্স নিয়েই রুদ্ধশ্বাসে ছুট মারলেন যুবক। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।