Clash: ফের উত্তপ্ত বাসন্তী, দুই পরিবারের ঝামেলাতেও রাজনীতির রং
Basanti: স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকার নস্কর পরিবারের সঙ্গে হালদার পরিবারের বিবাদ। মূলত সম্পত্তি নিয়ে বিবাদ তাদের। এই বিবাদ মেটাতে গ্রামের লোকেরা হস্তক্ষেপও করে।
দক্ষিণ ২৪ পরগনা: দুই পরিবারের মধ্যে অশান্তির অভিযোগে ফের উত্তপ্ত বাসন্তী। জখম হয়েছেন ৪ জন। বুধবার রাতে বাসন্তী থানার আমঝাড়া গ্রামপঞ্চায়েতের ৮ নম্বর তিতকুমার গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় দুই পরিবারের ঝামেলা দীর্ঘদিনের। দুই পরিবারই আবার তৃণমূলের সমর্থক। এদিনের ঝামেলায় রাজনীতির রং লাগে। এরপরই রক্তারক্তি কাণ্ড। আহতদের বাসন্তী ব্লকের শিমুলতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকার নস্কর পরিবারের সঙ্গে হালদার পরিবারের বিবাদ। মূলত সম্পত্তি নিয়ে বিবাদ তাদের। এই বিবাদ মেটাতে গ্রামের লোকেরা হস্তক্ষেপও করে। সিদ্ধান্ত হয়, কয়েকদিনের মধ্যে বসে সমস্যা সমাধানের চেষ্টাও করা হবে। এরইমধ্যে বুধবারের এই ঘটনা।
অভিযোগ, এদিন আচমকা হালদার পরিবারের লোকজন নস্কর পরিবারের বাড়িতে চড়াও হন। লাঠি দিয়ে মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নস্কর পরিবারের তিনজন জখম হন। আহত হন আরও এক পড়শি মহিলা। ভোটের আবহে এমন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অন্যদিকে আমঝাড়া গ্রামপঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান মঞ্জুর খান জানিয়েছেন, এটা পারিবারিক সমস্যা। নির্বাচনের পর মীমাংসার জন্য তারা বসবেন বলেও ঠিক নয়।