Moynaguri Train Accident: বিকানের এক্সপ্রেসের চালককে ফোনে সতর্ক করেছিলেন স্টেশন মাস্টার! সামনে এল চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ
Moynaguri Train Accident: চলতি মাসেই বিকানের থেকে গুয়াহাটি যাওয়ার পথে ময়নাগুড়ির কাছে বিকানের এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। শুরু হয়েছে তদন্ত।
কী শোনা যাচ্ছে সেই অডিয়ো ক্লিপে?
চালক স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করছেন, ঠিক কোথায় স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে? উত্তরে স্টেশন মাস্টার জানান যে একটা স্পার্ক দেখা যাচ্ছিল, কিন্তু পরে বোঝা যাচ্ছে না। এরপর চালক জানান, হতে পারে তিনি ব্রেক কষেছেন, তার থেকেই ওই স্পার্ক দেখা গিয়েছে। এরপর স্টেশন মাস্টার চালককে ট্রেন এগিয়ে নিয়ে যেতে বলেন। ট্রেন থামানোর কথা বলেননি কেউই।
মনে করা হচ্ছে, যদি স্টেশন মাস্টার আর একটু জোর দিয়ে চালককে ট্রেন থামাতে বলতেন, অথবা চালক ট্রেন পর্যবেক্ষণ করার উদ্যোগ নিতেন, তাহলে সমস্যা অনেক আগেই ধরা পড়ে যেত। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রাকশন মোটর খুলে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। আর সেই ট্রাকশন মোটর খুলে যাওয়ার কারণেই ওই আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, স্টেশন মাস্টার জোর দিয়ে ট্রেন থামানোর কথা বলতে পারেননি, কারণ, একেবারে নিশ্চিত না হয়ে ট্রেন দাঁড় করালে সাসপেন্ডও হতে পারতেন তিনি। তাই আশঙ্কা থাকলেও কোনও পদক্ষেপ করতে পারেননি সম্ভবত।
রক্ষণাবেক্ষণের অভাব
এ দিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তে জানা গিয়েছে, ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল। রক্ষণাবেক্ষণের অভিযোগ আগে থেকেই তুলেছিলেন ইউনিয়নের সদস্যরা।
রেলের তদন্তের বেহাল পরিকাঠামোর তত্ত্বই উঠে আসছে। তবে তদন্ত এখনও চলছে। রেলের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরাও। তাঁদের একাংশ ইতিমধ্যেই অভিযোগ করেছেন, রেলের নিম্নমানের বগিগুলিকেই বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে। দুর্ঘটনার পিছনে রেলের গাফিলতিকেই দায়ী করেছেন অনেকে।
এ ছাড়া, ওই ট্রেন দুর্ঘটনায় রেলের তরফেই বড়সড় গাফিলতি ছিল বলেই স্বীকার করে নিয়েছেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিং। সব তথ্য একজায়গায় করে খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : Kolkata Municipal Corporation: ‘কাউন্সিলর কোনও দলের হয় না’… সকলের জন্য কাজের পাঠ মহানাগরিক ফিরহাদের