Police Officer Suicide: সাতসকালে সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ায়, সুইসাইড নোটে বিস্ফোরক অভিযোগ

Police Officer Suicide:মৃত পুলিশ কর্মীর নাম গৌড় গোপাল গাঙ্গুলী। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে শুরু থেকেই বাড়তে থাকে ধোঁয়াশা। তার মধ্য়েই সামনে আসে সুইসাইড নোট।

Police Officer Suicide: সাতসকালে সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ায়, সুইসাইড নোটে বিস্ফোরক অভিযোগ
মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2023 | 11:08 AM

নদিয়া: সাতসকালে এক পুলিশ অফিসারের (Police Officer) ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ায়। এদিন সকালে থানার সামনে একটি বাড়ি থেকে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, যে বাড়ি থেকে ওই পুলিশ কর্মীর মৃতদেহ তিনি উদ্ধার হয়েছে সেখানেই তিনি ভাড়া থাকতেন। একদিন আগে নাকাশিপাড়ায় মহম্মদ সেলিমের কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্বেও ছিলেন। এরমধ্যে আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধারে (Suicide) ঘনাচ্ছে রহস্য।

কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে বাড়তে থাকে ধোঁয়াশা। মৃত পুলিশ কর্মীর নাম গৌড় গোপাল গাঙ্গুলী। তিনি নাকাশিপাড়া থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। বয়স ৫৬ বছর। বাড়ি মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বেলডাঙ্গা এলাকায়। তবে তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে আরও বাড়ছে রহস্য।

ওই সুইসাইড নোটে তিনি দাবি করেছেন, সম্প্রতি নাকাশিপাড়া থানায় একটি বধূ নির্যাতনের অভিযোগ জমা পড়ে। যে কেসের তদন্তকারী অফিসার ছিলেন তিনি নিজে। ওই ঘটনার তদন্ত চলাকালীন তিনি বেশ কিছু সমস্যার মুখে পড়েন। এমনকী সুইসাইড নোটে বেশ কিছু মিথ্যা জবানবন্দীর কথাও উল্লেখ করেছেন। এমনকী তাঁর ঊর্ধ্বতন অফিসার এই কেসের তদন্ত চলাকালীন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলেও ওই সুইসাইড নোটে তিনি লিখেছেন। সে কারণেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। শেষে বেছে নিয়েছেন আত্মহত্যার পর। এদিকে এ ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলার পুলিশ মহলে। তবে এখনই এ নিয়ে কোনও কথা বলতে চাইছেন নাকাশিপাড়া থানার পুলিশ আধিকারিকরা।