Suvendu Adhikari: তমলুকে দেড় লক্ষ ও কাঁথিতে ৩ লক্ষ ভোটে জিতবে বিজেপি: শুভেন্দু
অভিযোগের সুরে শুভেন্দু বলেন, "পুলিশ সুপার অমরনাথ কে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছেন।"
ময়না: পুলিশ যতই তৃণমূলকে রক্ষা করার চেষ্টা করুক, লোকসভা ভোটে তমলুক ও কাঁথিতে BJP-ই জিতবে। শনিবার পূর্ব মেদিনীপুরে (East Medinipur) ময়নায় জনসভা থেকে এমনই দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “তমলুকে লোকসভা কেন্দ্রে দেড় লক্ষ ভোটে এবং কাঁথি লোকসভায় ৩ লক্ষ ভোটে জিতবে বিজেপি।” এপ্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে-কেও একহাত নেন শুভেন্দু। অভিযোগের সুরে তিনি বলেন, “পুলিশ সুপার অমরনাথ কে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছেন।”
এদিন ময়নার সভা থেকে পিএম আবাস যোজনা, পিএম গ্রাম সড়ক যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি সহ কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলিও তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। এপ্রসঙ্গে তৃণমূল সরকারকে একহাত নিয়ে শুভেন্দুর কটাক্ষ, “ওরা বলছে পিএম আবাস যোজনা লিখবে না, বাংলা আবাস যোজনা লিখবে। পিএম গ্রাম সড়ক যোজনা লিখবে না, বাংলা গ্রাম সড়ক যোজনা লিখবে। কিন্তু, বাংলার মানুষ সত্যিটা জেনে গিয়েছে।” এপ্রসঙ্গে কেন্দ্রের বিনামূল্যে রেশন বিতরণ, সকলকে ৩টি করে কোভিড টিকা দেওয়ার কথাও তুলে ধরেন শুভেন্দু।
তৃণমূল সরকারের আমলে রাজ্যে হিংসা, শিশু-মহিলা, বয়স্কদের উপর অত্যাচারের ঘটনা বেড়ে গিয়েছে বলেও অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের। এপ্রসঙ্গে ময়নার জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “এই কি শান্তির পশ্চিমবঙ্গ? এর জন্যই কি বদলা নয় বদল চাই স্লোগান উঠেছিল? এর জন্যই কি নন্দীগ্রাম, নেতাইয়ে লড়াই করেছিলাম আমরা?” একইসঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়েও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা। আবার ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচালয় তৈরিতেও দুর্নীতি হয়েছে বলে তোপ দাগেন তিনি। দুর্নীতি ও হিংসা থেকে রাজ্য বাঁচাতে বিজেপি মানুষের জোট চায় এবং আগামী দিনে বিজেপি বাংলায় আসছে বলেও দাবি জানান শুভেন্দু। তাঁর কথায়, “বাকি রাজনৈতিক দলের সমর্থন নয়, বিজেপি মানুষের জোট চায়। কংগ্রেস, তৃণমূল জোট করে দিল্লিতে মোদীজির বিরুদ্ধে লড়াই করছে। তৃণমূল দোকান খুলে চাকরি চুরি করেছে। সিপিএম চিরকুটে চাকরি দিয়েছে। কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড। সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড। অল্টারনেট হিসেবে বিজেপি আসছে আগামী দিনে।”