Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: জেলায় অভিষেকের ‘নবজোয়ার’-র আগে তমলুকে উড়ল সবুজ আবির, সমবায়ে জয় তৃণমূলের

TMC: রঘুনাথপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলননগর সমবায় ভোটে বিপুল জয় পেল তৃণমূল। ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছে ১৩টি আসন।

TMC: জেলায় অভিষেকের 'নবজোয়ার'-র আগে তমলুকে উড়ল সবুজ আবির, সমবায়ে জয় তৃণমূলের
রঘুনাথপুর ব্লকের সমবায় ভোটে জয়ী তৃণমূল।
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2023 | 8:03 PM

তমলুক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek BanerjeE) ‘নবজোয়ার’ এখনও হয়নি। তার আগেই শুভেন্দুর গড়ে উড়ল সবুজ আবির। ফের সমবায় ভোটে ধরাশাই বিজেপি, সিপিএম। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক (Tamluk) থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলননগর সমবায় ভোটে বিপুল জয় পেল তৃণমূল (TMC)। ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছে ১৩টি আসন। স্বাভাবিকভাবেই উল্লসিত ঘাস-ফুল শিবির। ভোটের ফল ঘোষণার পরই সবুজ আবির উড়িয়ে বিজয়মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বলা যায়, অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচি হওয়ার আগেই উজ্জীবিত তৃণমূল।

জানা গিয়েছে, তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপূর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলননগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়েছিল মোট ১৭টি আসনে। এর মধ্যে আগেই ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিলো তৃণমূল। এদিন ১৩টি আসনে ভোটগ্রহণ হয়। তৃণমূল ও বিজেপি ১৩ আসনে প্রার্থী দিয়েছিল। বামফ্রন্ট ১০টি আসনে লড়াই করে। সকাল ১০টা থেকে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হয় শুরু হয়। তারপর বিকালে ভোট গণনা শুরু হতেই হাসি চওড়া হয় শাসকদলের। শেষ পর্যন্ত, তৃণমূল কংগ্রেস পেয়েছে এককভাবে ১৩ টি আসন, বামফ্রন্ট পেয়েছে ৩ টি আসন আর বিজেপি পেয়েছে ১ টি আসন।

যদিও সমবায় ভোটের এই ফলাফলে শাসকদলের বিরুদ্ধে ভোটে চাপা সন্ত্রাস করার অভিযোগ তুলেছেন বিজেপির শহিদ মাতঙ্গিনী মণ্ডল-৩ এর সভাপতি সুজিত সামন্ত। অপরদিকে, সিপিআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ কুইলার দাবি, “শাসক তৃণমূল ও বিজেপি অন্দরে জোট করেছে এবং তাদের প্রার্থী নির্বাচন করতে বাধা দিয়েছে। ভোটের সময়ও আতঙ্কের সৃষ্টি করেছে।”

যদিও বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছেন শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব জানা। তিনি পাল্টা বলেন, “বিজেপি, বামফ্রন্ট অলিখিত জোট করেছিল। কিন্তু তৃনমূল সরকারের উন্নয়নের কাছে বিরোধীরা দাঁড়াতে পারেনি।”

প্রসঙ্গত, আগামী ৩০ মে কাঁথি সাংগঠনিক জেলায় ‘নবজোয়ার’ কর্মসূচি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বৃদ্ধি করতে ও দলীয় কর্মীদের উজ্জীবিত করতে রাজ্যজুড়ে ‘নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। বলা যায়, এই কর্মসূচির মাধ্যমে জল মেপে নিচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। তবে কাঁথি সাংগঠনিক জেলায় অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচির আগেই সমবায় নির্বাচনের ফল স্বাভাবিকভাবেই শাসকশিবিরের পালে হাওয়া দিল।