বাড়ির সামনে মাতলামোর প্রতিবাদ করতেই মার, অপমানে গলায় দড়ি প্রৌঢ়র

এলাকায় মদ্যপদের উৎপাত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বাড়ির সামনে মাতলামোর প্রতিবাদ করতেই মার, অপমানে গলায় দড়ি প্রৌঢ়র
আত্মঘাতী গৌতম দেবনাথ।
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 4:50 PM

উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনে বসে মদ খাচ্ছিল একদল ছেলে। মুখে অকথ্য ভাষা। কাজ থেকে ফেরার সময় নজরে আসে বছর ৫৭-এর গৌতম দেবনাথের। প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, এরপরই ওই মদ্যপ যুবকরা তাঁর উপর চড়াও হয়। প্রথমে গালিগালাজ, তারপর গায়ে হাত তোলে। এমন অপমান কস্মিনকালেও কেউ করেনি। বাড়িতে ঢুকেও থম মেরে ছিলেন। এরপরই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ( Suicide) হন গৌতমবাবু। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লির ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত পুলিস।

আরও পড়ুন: আপডেট: ভাল আছেন বুদ্ধবাবু, হাসপাতাল থেকে ছাড়া হবে মঙ্গলবার

এলাকাতেই কাঠের দোকান গৌতমবাবুর। অভিযোগ, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ঢোকার সময় তিনি দেখেন, একদল যুবক বাড়ির সামনে বসে রয়েছে। মদের ফোয়ারা ছুটছে। সঙ্গে মুখে অকথ্য় ভাষার ফুলকি। মাথাটা গরম হয়ে গিয়েছিল তাঁর। প্রতিবাদ করেন।

গৌতম দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ বলেন, “রবিবার রাতে বাবা কাজ থেকে ফিরে দেখেন ঘরের পাশে কয়েকজন মদ্যপ যুবক গালিগালাজ করছে। প্রতিবাদ করায় ওরা বাবাকে মারধর করে। পাড়ার লোকজন চলে আসায় তখনকার মতো চলে যায়। কিন্তু কিছু সময় পরে আবার এসে বাবাকে বেধড়ক মারধর করে।”

আরও পড়ুন: গরু পাচারকাণ্ডে চার বিএসএফ আধিকারিককে তলব সিবিআইয়ের

ছেলেই বাবাকে উদ্ধার করে নিয়ে যান ঘরের ভিতর। প্রসেনজিৎ বলেন, মনে মনে বাবা খুবই আঘাত পেয়েছিলেন। এমন অপমান সহ্য করতে পারেননি। এরপরই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। এলাকায় মদ্যপদের উৎপাত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বারাসত পুলিস জেলার পুলিশসুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুতই প্রকৃত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।