ঝামেলা করে স্ত্রীকে তালাক স্বামীর, জামাইকে বাগে পেয়ে গলায় জুতোর মালা দিয়ে ব্যাপক মারধর প্রতিবেশীদের!
Triple Talaq: স্বামী স্ত্রীর বিবাদে তালাক দেওয়ার অভিযোগ। আর তারপর থেকে সুযোগ খুঁজছিল স্থানীয়রা। অবশেষে জামাইকে বাগে পেয়ে দড়ি, শেকল দিয়ে হাত পা বেঁধে চলল উত্তম মধ্যম প্রহার।
![ঝামেলা করে স্ত্রীকে তালাক স্বামীর, জামাইকে বাগে পেয়ে গলায় জুতোর মালা দিয়ে ব্যাপক মারধর প্রতিবেশীদের! ঝামেলা করে স্ত্রীকে তালাক স্বামীর, জামাইকে বাগে পেয়ে গলায় জুতোর মালা দিয়ে ব্যাপক মারধর প্রতিবেশীদের!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/07/Untitled-design-2021-07-25T210310.043.jpg?w=1280)
উত্তর দিনাজপুর: স্বামী স্ত্রীর বিবাদে তালাক দেওয়ার অভিযোগ। আর তারপর থেকে সুযোগ খুঁজছিল স্থানীয়রা। অবশেষে জামাইকে বাগে পেয়ে দড়ি, শেকল দিয়ে হাত পা বেঁধে চলল উত্তম মধ্যম প্রহার। গলায় জুতোর মালা পরিয়ে বেঁধে রাখার অভিযোগ। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে।
স্থানীয় সুত্রে খবর, প্রায় ২ বছর আগে গোয়ালপোখর ব্লকের গতি গ্রাম পঞ্চায়েতের চারঘরিয়া গ্রামের বাসিন্দা ফিরোদার বিয়ে হয় পেশায় গাড়ি চালক সিন্ধো গ্রামের বাসিন্দা তৌফিক আলমের। বিয়ের পর থেকে দাম্পত্য বিবাদ লেগে থাকত বলে স্থানীয়দের দাবি। শনিবার সেই বিবাদ চরমে ওঠে।
শনিবার রাতে তৌফিক বাড়ি ফিরে স্ত্রীকে বাড়িতে না দেখতে পেয়ে চটে যায়। প্রতিবেশীর বাড়ি থেকে স্ত্রী ফিরে এলেই তাকে ব্যাপক মারধোর করে তিন তালাক দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে মেয়ের উপর অত্যাচারের খবর পেয়ে তার পরিবারের লোকেরা এসে জামাইয়ের সঙ্গে আলোচনা করে সমাধান করতে চায়। কিন্তু তা না হওয়ায় ফিরোদাকে নিয়ে চারঘরিয়ার বাড়িতে চলে যান তাঁরা।
এদিকে রবিবার সকালে ওই চারঘরিয়া এলাকায় দিদির বাড়িতে বিষয়টি নিয়ে আলোচনা করতে যায় তৌফিক। সে সময় তার শ্বশুরবাড়ির লোকেরা মিলে তৌফিককে ডেকে নিয়ে গিয়ে তার হাত পা দড়ি ও শেকল দিয়ে বেঁধে ফেলে। শুরু হয় লাঠি দিয়ে উত্তম মধ্যম প্রহার। জামাইকে গলায় জুতোর মালা পড়িয়ে হাত পা বেধে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও জনতার রোষে ফিরতে হয় তাদেরও।
এমতাবস্থায় গ্রামের মাতব্বরদের সালিশি সভার নিদানের অপেক্ষাতেই রয়েছেন তৌফিকের পরিবারও। যদিও অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সদস্য কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে ওই গ্রামে এখনও এ নিয়ে উত্তেজনার পারদ চরমে। আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ‘বহিরাগত’ বলে ভিডিয়ো বার্তা, কেএলও নেতা জীবন সিংহের বিরুদ্ধে UAPA ধারায় মামলা
![বিশ্বের ৭ অদ্ভুত রেকর্ড, যা শুনলে আপনিও বলবেন, 'এমনও হয়?' বিশ্বের ৭ অদ্ভুত রেকর্ড, যা শুনলে আপনিও বলবেন, 'এমনও হয়?'](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Richest-State-of-India-1.jpg?w=670&ar=16:9)
![মহারাষ্ট্রের কাছে বাচ্চা বাংলা সহ বাকি সব রাজ্য, কারণ জানলে চমকে উঠবেন মহারাষ্ট্রের কাছে বাচ্চা বাংলা সহ বাকি সব রাজ্য, কারণ জানলে চমকে উঠবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Richest-State-of-India.jpg?w=670&ar=16:9)
![না শুনেও এই ভাবে জানা যাবে কী আছে WhatsApp এর ভয়েস মেসেজে না শুনেও এই ভাবে জানা যাবে কী আছে WhatsApp এর ভয়েস মেসেজে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/How-to-know-what-is-in-the-voice-message-on-WhatsApp-without-play-it-know-about-new-feature-voice-transcripts.jpeg?w=670&ar=16:9)
![সাধারণের প্রবেশ নিষেধ, আমেরিকার AREA 51-এ দেখা মিলেছে এলিয়ানেরও? সাধারণের প্রবেশ নিষেধ, আমেরিকার AREA 51-এ দেখা মিলেছে এলিয়ানেরও?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/AREA-51.jpg?w=670&ar=16:9)
![বিড়াল রাস্তা কাটলে কি অমঙ্গল হয়? প্রেমানন্দ মহারাজ বললেন... বিড়াল রাস্তা কাটলে কি অমঙ্গল হয়? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Astro-myth-what-to-do-if-a-cat-crosses-your-path-know-from-Premanand-Maharaj.jpg?w=670&ar=16:9)
![একই নম্বর দিয়ে একসঙ্গে ৪টি ডিভাইস থেকে করা যাবে হোয়াটসঅ্যাপ! কী ভাবে জানেন? একই নম্বর দিয়ে একসঙ্গে ৪টি ডিভাইস থেকে করা যাবে হোয়াটসঅ্যাপ! কী ভাবে জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Whatsapp.jpg?w=670&ar=16:9)