Murder: সন্দেহজনকভাবে বাড়ির সামনে ঘোরাঘুরি, মাস্ক খুলতে বললেই ডালখোলায় যুবককে গুলি দুষ্কৃতীর

Murder: মৃত যুবকের নাম জেদা সোরেন ওরফে রাজা। বয়স ২২ বছরের আশেপাশে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় কালীপুজোর মেলায় গিয়েছিলেন রাজা। সঙ্গে ছিল পরিবারের অন্যান্য সদস্যরা। মেলা দেখে বাড়িতে ঢোকার মুখে দেখেন বাড়ির বাইরে ঘোরাফেরা করছে অচেনা এক যুবক।

Murder: সন্দেহজনকভাবে বাড়ির সামনে ঘোরাঘুরি, মাস্ক খুলতে বললেই ডালখোলায় যুবককে গুলি দুষ্কৃতীর
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 4:47 PM

ডালখোলা: গভীর রাতে বাড়ির সামনে এক যুবককে গুলি অজ্ঞাত পরিচয় দুস্কৃতীর। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুরে। গুলিবিদ্ধ যুবক শ্রমিকের কাজ করতেন বলে জানা গিয়েছেন। এলাকার লোকজনই দ্রুত তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসেন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে জয়রামপুর এলাকায়।

মৃত যুবকের নাম জেদা সোরেন ওরফে রাজা। বয়স ২২ বছরের আশেপাশে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় কালীপুজোর মেলায় গিয়েছিলেন রাজা। সঙ্গে ছিল পরিবারের অন্যান্য সদস্যরা। মেলা দেখে বাড়িতে ঢোকার মুখে দেখেন বাড়ির বাইরে ঘোরাফেরা করছে অচেনা এক যুবক। মুখ মাস্কে ঢাকা। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় রাজা। অচেনা যুবককে মাস্ক খুলতেও বলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তখনই আচমকা খুব কাছ থেকে রাজাকে গুলি করে যুবক। 

রাজার পররিবারের সদস্যদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। এদিকে ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে আততায়ী। কিন্তু, কেন সে মাস্ক পরে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল, রাজার সঙ্গে তাঁর কী সম্পর্ক তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। এলাকার লোকজন ছাড়াও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজার পরিবারের লোকজনকেও। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। রাজার মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।