গুলি নয়, পিটিয়ে খুন করা হয়েছে, আসামী ধরতে গিয়ে ভোট বাংলায় উচ্চ পদস্থ পুলিশ কর্তার অস্বাভাবিক মৃত্যু নয়া তথ্য

উত্তর দিনাজপুরের (North Dinajpur) কিশানগঞ্জ এলাকায় নিহত পুলিশ কর্তা অশ্বিনী কুমারের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল এমনই তথ্য।

গুলি নয়, পিটিয়ে খুন করা হয়েছে, আসামী ধরতে গিয়ে ভোট বাংলায় উচ্চ পদস্থ পুলিশ কর্তার অস্বাভাবিক মৃত্যু নয়া তথ্য
নিহত পুলিশ কর্তা
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 4:38 PM

উত্তর দিনাজপুর: গুলি করে নয়, পিটিয়ে খুন করা হয়েছে উচ্চ পদস্থ পুলিশ কর্তাকে। উত্তর দিনাজপুরের (North Dinajpur) কিশানগঞ্জ এলাকায় নিহত পুলিশ কর্তা অশ্বিনী কুমারের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল এমনই তথ্য। ঘটনায় এক মহিলা-সহ তিনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে কিশানগঞ্জ টাউন থানার এসএইচও অশ্বিনী কুমারের মৃতদেহ উদ্ধার হয়। বিহার-বঙ্গীয় সীমান্তের উত্তর দিনাজপুরের পাঞ্জিপারার পানতাপারা গ্রামে গুলিবিদ্ধ হন তিনি। ভোট আবহে একটি গ্যাংকে ধরতে রেড করছিলেন তিনি। তখনই দুষ্কৃতীরা পাল্টা হামলা চালায়। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা রয়েছে এলাকায়।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 4: লজ্জার ভোট! বুথের ভিতর মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হল দেড় বছরের শিশুকে! সন্তানকে হারিয়ে বুক ফাটা কান্না মায়ের

আইজি পূর্ণিয়া সুরেশ প্রসাদ চৌধুরী, এসপি কিশানগঞ্জ,এসডিপিও সহ উচ্চ পদস্থ কর্তারা হাসপাতালে যান। আইজি জানান, বাংলার পাঞ্জিপাড়া থানা এলাকার কাছে একটি নোটিশে পুলিশ গ্যাংয়ের সন্ধানে অভিযান চালাতে গিয়েছিল। সেখানেই পুলিশ কর্তার মৃত্যু হয়। ঘটনার পর ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মকরের সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।