সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকেছে ‘ওরা’! ভোট চতুর্থীতে রেড করার সময়ে গুলিতে মৃত্যু উচ্চ পদস্থ পুলিশ কর্তারই

গুলবিদ্ধ হয়ে মৃত্যু হল পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের। ভয়ঙ্কর ঘটনা উত্তর দিনাজপুরের (North Dinajpur) কিশানগঞ্জ এলাকায়।

সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকেছে 'ওরা'! ভোট চতুর্থীতে রেড করার সময়ে গুলিতে মৃত্যু উচ্চ পদস্থ পুলিশ কর্তারই
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 10:17 AM

উত্তর দিনাজপুর: ভোট চতুর্থীর সকালে বিভৎসতা! গুলবিদ্ধ হয়ে মৃত্যু হল পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের। ভয়ঙ্কর ঘটনা উত্তর দিনাজপুরের (North Dinajpur) কিশানগঞ্জ এলাকায়। নিহত পুলিশ কর্তার (Bihar Police) নাম অশ্বিনী কুমার।

শনিবার সকালে কিশানগঞ্জ টাউন থানার এসএইচও অশ্বিনী কুমারের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। বিহার-বঙ্গীয় সীমান্তের উত্তর দিনাজপুরের পাঞ্জিপারার পানতাপারা গ্রামে গুলিবিদ্ধ হন তিনি। ভোট আবহে একটি গ্যাংকে ধরতে রেড করছিলেন তিনি। তখনই দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে তাঁর শরীরে।

বিহার পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই চলছিল পুলিশের। সেই সময়ই গুলি ছিটকে এসে লাগে পুলিশ কর্তার শরীরে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা রয়েছে এলাকায়। এসএইচওর মৃতদেহ ময়ানা তদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আইজি পূর্ণিয়া সুরেশ প্রসাদ চৌধুরী, এসপি কিশানগঞ্জ,এসডিপিও সহ উচ্চ পদস্থ কর্তারা হাসপাতালে পৌঁছেছেন।

নিজস্ব চিত্র

কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। আইজি জানান, বাংলার পাঞ্জিপাড়া থানা এলাকার কাছে একটি নোটিশে পুলিশ গ্যাংয়ের সন্ধানে অভিযান চালাতে গিয়েছিল। সেখানেই পুলিশ কর্তার মৃত্যু হয়। ঘটনার পর ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মকরের সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। অন্যান্য পুলিশ কর্মীরা কেউ আহত হননি।