Raiganj: শিয়রে সংক্রমণ, রায়গঞ্জে বাতিল পড়ুয়াদের টিকার ক্যাম্প

North Dinajpur: ইতিমধ্যে আক্রান্ত একজন ল্যাব টেকনিসিয়ান।

Raiganj: শিয়রে সংক্রমণ, রায়গঞ্জে বাতিল পড়ুয়াদের টিকার ক্যাম্প
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 8:37 PM

রায়গঞ্জ: দাপিয়ে বেড়াচ্ছে করোনা। প্রতিদিন সংক্রমণ গ্রাফে লম্ফঝাপ দিচ্ছে। গোটা রাজ্য থেকে একের পর এক স্বাস্থ্যকর্মী ডাক্তারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এবার করোনা আক্রান্ত এক ল্যাব টেকনিশিয়ান। সংক্রমণের কথা মাথায় রেখে রায়গঞ্জ মেডিকেলে বেসরকারি স্কুল পড়ুয়াদের টিকা ক্যাম্প বাতিল করল স্বাস্থ্য দফতর।

বস্তুত, উত্তর দিনাজপুরে কোভিডের গ্রাফ উর্ধ্বমুখী। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর ঠিক এই সময়েই সরকারের নির্দেশে ১৫ থেকে ১৮ বয়সী স্কুল পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়। বেসরকারি স্কুলের পড়ুয়াদের কথা চিন্তা করে তাদের রায়গঞ্জ মেডিক্যাল, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল ও ইসলামপুর মহকুমা হাসপাতালে স্পেশাল ভ্যাকসিন ক্যাম্প করা হয়।

কিন্তু মঙ্গলবারই রায়গঞ্জ মেডিক্যালের একজন ল্যাব টেকনিসিয়ান সহ কয়েকজন স্বাস্থ্যকর্মীর কোভিড রিপোর্ট পজ়িটিভ আসে। যার মধ্যে একজন সুপার স্প্রেডার। এদিকে হাসপাতাল চত্ত্বরে ভ্যাকসিন নিতে গেলে পড়ুয়াদের মধ্যেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ছিল অভিভাবকদের মধ্যেও। আর এতেই চটজলদি সিদ্ধান্ত বদলে দেয় জেলা স্বাস্থ্য দফতর। যদিও স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবী, ছাত্রছাত্রীদের স্কুলে ভ্যাকসিন দিলে তারা স্বচ্ছন্দ বোধ করবে বলেই এই সিদ্ধান্ত বদল।

তবে স্বাস্থ্য দফতর এই সিদ্ধান্ত নেওয়ায় হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সংক্রমিত হওয়ার আশঙ্কাও কম থাকছে বলেই অভিমত অভিভাবকদের একাংশের। তবে কোভিডের বাড়বাড়ন্তে আগামী ১০ই জানুয়ারির মধ্যে জেলার লক্ষাধিক পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার জোর প্রচেষ্টা চলছে বলেই জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।

সরকারি স্কুলে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ৩রা জানুয়ারি থেকেই বেসরকারি স্কুল পড়ুয়াদের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে বিশেষ ভ্যাকসিন ক্যাম্পের ব্যবস্থা করেছিল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। কিন্তু করোনার বাড়বাড়ন্তে পড়ুয়াদের সংক্রমণের কথা মাথায় রেখে এবারে বেসরকারি স্কুলের ক্ষেত্রেও স্কুল ক্যাম্পাসেই পড়ুয়াদের ভ্যাকসিন দিতে সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর। মঙ্গলবার বিকেলেই এই নির্দেশিকা জারি করে জেলা স্বাস্থ্য দফতর।

কোভিড উদ্বেগ ক্রমেই বাড়ছে রায়গঞ্জ শহরে। একদিনেই কোভিড সংক্রমিত ৯জন। ক্রমবর্ধমান সংক্রমণের জেরে শহরের ১১, ১২, ১৯ ও ২৭ নম্বর ওয়ার্ডে ৪ টি মাইক্রো কন্টেইনমেন্ট জ়োন ঘোষণা করেছে পুরসভা। পুরসভা সুত্রে খবর, ১১নম্বরে ২জন ও বাকি ৩টি ওয়ার্ডে ৩জন করে আক্রান্ত হয়েছে বলেই এই মাইক্রো কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: Siliguri Municipal Election: বাম আমলের মন্ত্রী, বছরের পর বছর সামলেছেন পুরনিগম, অশোক ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণ অবাক করবে…

আরও পড়ুন: BJP in West Bengal: জয়প্রকাশের বাড়িতে ‘গোপন’ বৈঠকে ‘অভিমানী’ প্রতাপ, সমীরণরা