North Dinajpur: জমিতে ওটা কী পড়ে? ছুটে গিয়ে ছেলের অবস্থা দেখে আঁতকে উঠলেন মা
North Dinajpur: রাতে সব ঠিকই ছিল, সকালে উঠে ছেলের অবস্থা দেখে আঁতকে উঠলেন মা।
করনদিঘি: রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সব ঠিকই ছিল। মায়ের দেওয়া খাওয়া শেষে সকলের সঙ্গে কথা বলে ঘুমাতে গিয়েছিল উত্তর দিনাজপুরের (North Dinajpur) করনদিঘি থানার রানিগঞ্জের বাসিন্দা আন্দ্রেয়াস বাস্কে (৩৭)। কিন্তু সকাল হতেই বাডির পাশের জমি থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। এমনকী নিজের ছেলের মৃতদেহ প্রথম দেখতে পেলেন মা। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবারের সদস্যদের দাবি, জমি বিবাদের জেরেই খুন (Murder) হয়েছেন ওই যুবক।
সূত্রের খবর, প্রায় এক বছর যাবৎ ওই যুবকের বাড়ির জমি নিয়ে বিবাদ চলছিল প্রতিবেশীদের সঙ্গে। এমনকী বিবাদ মেটাতে দু পক্ষের মধ্যে কয়েক দফায় বৈঠকও হয়। কিন্তু তারপরেও দুই প্রতিবেশী প্রায়শই আন্দ্রেয়াসের উপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। ওই দুই যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন তাঁরা। এদিকে সকালে বাড়ির পাশের জমিতে ছেলের মৃত দেহ দেখতে স্বভাবতই আঁতকে ওঠেন মা। তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়।
খবর যায় পুলিশে। শেষে পুলিশ এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের তরফে করনদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশির পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে মৃত যুবকের আত্মীয় সঞ্জয় কিস্কু বলেন, “আমরা এদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই চিৎকার শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আন্দ্রেয়াস মাটিতে পড়ে আছে। শরীরে নানা ক্ষতচিহ্ন ছিল। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জমি নিয়ে বিবাদ ছিল। সেই কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে।”