Physical Assault Case: হাসপাতালে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, হাতেনাতে যুবককে পাকড়াও রোগীর আত্মীয়দের
Physical Assault Case: TV9 বাংলার নজরে আসতেই ঘুম ভাঙে পুলিশের। শেষ পর্যন্ত গভীর রাতে মহিলাকে ভর্তি করানো হয় হাসপাতালে। রায়গঞ্জের হাসপাতালে ঘটনাটি ঘটেছে।
উত্তর দিনাজপুর: হাসপাতালে রোগীর পরিজনদের বিশ্রামাগারে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন অন্যান্য রোগীর পরিজনরা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযোগ, রাত পর্যন্ত চিকিৎসা ছাড়াই অবহেলায় পড়ে থাকেন ওই নির্যাতিতা মহিলা। TV9 বাংলার নজরে আসতেই ঘুম ভাঙে পুলিশের। শেষ পর্যন্ত গভীর রাতে মহিলাকে ভর্তি করানো হয় হাসপাতালে। রায়গঞ্জের হাসপাতালে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মেডিক্যাল সুপারের অফিসের সামনে রোগীর পরিজনদের বিশ্রাম ঘরে এক ঘুমন্ত মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবকও এক রোগীরই আত্মীয় বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রায়গঞ্জের ওই হাসপাতালের বিশ্রামাগারে থাকা বাকি রোগীর আত্মীয়রা বিষয়টি খেয়াল করেন। তখনই ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। তাঁকে মারধরও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
অভিযোগ, রাত প্রায় বারোটা নাগাদ সুপার অফিসের সামনে থাকা রোগীর পরিজনদের বিশ্রামাগারের মেঝেতে ঘুমিয়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। সে সময় ওই ব্যক্তি অন্ধকারের সুযোগ নিয়ে ওই মহিলাকে বিবস্ত্র করে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু আরও অভিযোগ, পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়ার পরও নির্যাতিতা সেখানেই পড়ে থাকেন। অভিযোগ, রাত প্রায় ২টো পর্যন্ত একাধিকবার রায়গঞ্জ থানার একাধিক পুলিশ আধিকারিকরা এলেও ওই মহিলাকে উদ্ধার করতে কোনও পদক্ষেপই করেননি।
ভোর রাতে সেখানে দুজন মহিলা সিভিক ভলান্টিয়ারকে দিয়ে নির্যাতিতাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। অভিযুক্ত আপাতত পুলিশের হেফাজতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।