Raigunj Murder: রাত্রিবেলা ইটভাটার সামনে লোকে-লোকারণ্য, কাছে যেতেই চোখ কপালে পুলিশের
North Dinajpur: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর লাগোয়া ছত্রপুর এলাকার ঘটনা। ওই এলাকার একটি ইটভাটা থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জ: প্রতিদিনই মদের আসর বসে এলাকায়। সঙ্গে চলে জুয়ার আড্ডাও। শুধু তাই নয়, বেআইনি মদ বিক্রি করারও অভিযোগ এসেছিল এলাকা থেকে। সরবও হয়েছিলেন এলাকাবাসী। তবে লাভের লাভ কিছুই হয়নি। আর এই সবের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। রাত্রিবেলা ওই এলাকাতেই খুন এক যুবক। যেভাবে গড়িয়ে রক্ত পড়ছে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মাথা থেঁতলে খুন করা হয়েছে তাঁকে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর লাগোয়া ছত্রপুর এলাকার ঘটনা। ওই এলাকার একটি ইটভাটা থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনি মদ বিক্রি হয়। সেই কারণেই সূর্য ডুবলে সংশ্লিষ্ট ওই মাঠে প্রতিদিন আড্ডা জমে ওঠে। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম নকুল দেবনাথ (২৫)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠিয়েছে। তবে ঠিক কী কারণে এই খুন যা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। তবে এই বেআইনি মদের আসরের জন্যই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার তদন্তে পুলিশ।
গোটা ঘটনার বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, “আমরা খবর পাই যে ইট ভাটার কাছে একটি দেহ পড়ে রয়েছে। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় আসি। মৃতদেহটি সনাক্ত করা গিয়েছে। যিনি মারা গিয়েছেন তাঁর নাম নকুল দেবনাথ। বাকি বিষয়ে তদন্ত সাপেক্ষ।” অন্যদিকে, ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী সুমন দেবনাথ জানান, “আমি বাসন্তী পুজো দেখতে বেরিয়েছিলাম। সেই সময় হঠাৎ করে খবর আসে একটি ছেলে মারা গিয়েছে। খবরটি শুনে আতঙ্কিত হয়ে যাই। সঙ্গে-সঙ্গে থানায় খবর দিই। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই এলাকায় এমন ঘটনা আগে কখনও হয়নি। তাই আমরা চাইছি যেন এম ঘটনা আর না ঘটে। মদের আসর এর আগেও বসত। কিন্তু আমরা জানা মাত্রই প্রশসনকে বলে বন্ধ করিয়েছিলাম।”
আরও পড়ুন: Dhupguri Fire: শর্ট সার্কিট থেকে আগুন, ভস্মীভূত গোয়ালঘর থেকে আলু রাখার গুদাম ঘর