Raiganj: ঘরে ঢুকে মহিলার জিভ কেটে নিল চোর!
North Dinajpur: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। সেখানেই দিনে-দুপুরে গৃহস্থের বাড়িতে ঢুকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর জখম মহিলা।
রায়গঞ্জ: কেউ বলছেন ‘জিভ কেটে নিয়েছে’, কেউ আবার বলছেন, ‘গলাতেই শুধু কোপ মেরেছে’! তবে আসল ঘটনা ঠাউর করতে গিয়ে শিউরে উঠছে খোদ পুলিশও। দিনে-দুপুরে ঘরে ঢুকে গৃহবধূর গলায় ধারাল অস্ত্রের কোপ যুবকের। চুরিতে বাধা পেয়েই এমন রোমহর্ষক কাজ বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে।
ঘটনার বিবরণ
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। সেখানেই দিনে-দুপুরে গৃহস্থের বাড়িতে ঢুকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর জখম মহিলা। আহতের নাম দেবশ্রী ভট্টাচার্য। তাঁকে রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবক চুরির উদ্দেশে বাড়িতে ঢোকে। নেশাগ্রস্থ অবস্থায় ছিল সে। এবার চুরিতে বাধা দেয় ওই মহিলা। অভিযোগ, তখনই তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ মারে। ঘরের মধ্যে পড়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকেন তিনি। প্রাথমিক অনুমান ধারাল অস্ত্রের মাধ্যমে তাঁর জিভ কেটে নেওয়া হয়েছে। এ দিকে, মহিলার অবস্থায় অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে ফোন করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা বলেন, ‘পাড়ার এক ভাই ফোন করে। তখন দেখি গোটা শরীরে রক্ত লেগে রয়েছে। ঠিক কোথায়-কোথায় লেগেছে বলতে পারব না। যা শুনতে পারছি তাতে একটা চোর বাড়িতে ঢুকেছে। তখন বাধা দেয়। সেই সময় ছুরি চালিয়েছে। এরপর বাইরে থেকে তালা মেরে দেয়। আমরা ঘরে ঢুকে দেখি গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে। এত রক্ত বেরিয়েছে যে শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। এরপর আমরা তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে ভর্তি করি।’