Viral Video: এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের প্রকাশ্যে বন্দুকবাজি!
TMC Clash: ভাইরাল সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্রামের মধ্যেই বন্দুক হাতে একে অপরের দিকে তাক করে গুলি চালাচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্য়রা। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
ভাইরাল সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্রামের মধ্যেই বন্দুক হাতে একে অপরের দিকে তাক করে গুলি চালাচ্ছে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর সদস্য়রা। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। শাসক দলের অন্দরের খবর, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ সহিসউদ্দিন ও সুজালি অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুল হকের মধ্য়ে দীর্ঘদিন ধরে ঝামেলা। সেই থেকেই এলাকা দখলের লড়াই। রবিবার দুপুরের পর থেকে এই সংঘর্ষ চরম আকার নেয়। গোষ্ঠী সংঘর্ষের পর থেকে এলাকার মানুষ রীতিমতো আতঙ্কে রয়েছেন। বহুবার, প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ।
ঘটনায়, খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান মহম্মদ সহিসউদ্দিন বলেন, “আমরা অনেকদিন ধরেই খবর পেয়েছি। কিন্তু এলাকার পুলিশ অধিকর্তাদের বলে কোনও লাভ হয়নি। আব্দুল হক ও তার লোকেরা এখানে এসে এই ধরনের ঝামেলা করছে। এলাকা দখল করতে চাইছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। আশা করছি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা করা হবে।”
ঘটনায়, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছুই নেই। কে বেশি ক্ষমতা ভোগ করবে তাই নিয়ে উভয়পক্ষে লড়াই। তৃণমূল রাজ্যজুড়ে যে সন্ত্রাস ও গুন্ডারাজ চলছে সেখানে এই ঘটনা কোনও নতুন ঘটনা নয়। এতে সমস্যায় পড়ছেন আমজনতা।
অন্যদিকে, এনিয়ে ইসলামপুর পুলিশ জেলার সুপার সচিন মক্কার বলেন, “এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, বরাবরই ইসলামপুরে জমি বিবাদ ও এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদের ছবি সামনে এসেছে। জমিবিবাদকে কেন্দ্র করে গুলি চলা ও বোমাবাজির ঘটনাতেও নানাসময়ে আক্রান্ত হয়েছেন একাধিক। প্রকাশ্য়ে এসেছে রাজনৈতিক দলের কোন্দল। সেই জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি ঘটে গিয়েছে এই এলাকায়। ফের, এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
দেখুন ভিডিয়ো:
আরও পড়ুন: নবান্নের প্যাডে ছাপানো পূর্ত দফতরের নিয়োগপত্র, ৪ লক্ষ টাকা দিয়েই মাথায় হাত যুবকের!