Two women dead: ঘরের ভিতর একই ফ্যান থেকে ঝুলছে দুই জা-এর দেহ, শিক্ষক স্বামীরাই কি তাহলে…
Two women dead: স্বামী আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে গিয়েছে পুলিশ।
রায়গঞ্জ: দুজনের স্বামীই পেশায় শিক্ষক। পরিবারে অভাব নেই বললেই চলে। অশান্তির কথা শোনা গেলেও পাড়া প্রতিবেশী তেমন কিছু দেখেনি কখনও। তবে বুধবার যে ঘটনা ঘটল, তাতে অবাক পরিবার পরিজন প্রত্যেকেই। একই ঘরে একটাই ফ্যান থেকে ঝুলছে দুই জা-এর মৃতদেহ। দুজনে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁজের মৃত বলে ঘোষণা করে পুলিশ। পরিবার আত্মহত্যা বলে দাবি করলেও মৃতাদের বাপের বাড়ির লোকজন বলছেন, খুন করেছেন স্বামীই। রায়গঞ্জের অশোকপল্লীর ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। সুজাতা সরকার ও বর্ণালী সরকার নামে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করছেন খোদ পুলিশ সুপার। একই বাড়ি থেকে এ ভাবে জোড়া দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বাভাবিকভাবেই।
সুজাতা সরকারের স্বামী সুমন সরকার রায়গঞ্জের হাতিয়া হাইস্কুলের শিক্ষক এবং বর্ণালীর স্বামী সুজন সরকার ইটাহারের রাজগ্রাম হাইস্কুলের শিক্ষক। তাঁদের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। বিয়ের পর থেকেই উভয় দম্পতির মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত বলে অভিযোগ তাঁদের পরিবারের। আর পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন দুই মহিলা। তবে, দুই মহিলা একই সঙ্গে কেন এ ভাবে আত্মঘাতী হলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন বর্ণালী চাকরি করতে চেয়েছিলেন। চাকরি না পেয়ে মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন অন্যতম অভিযুক্ত সুমন সরকার।
বর্ণালীর পরিবারের দাবি, তাঁদের মেয়ে এমএ পাশ, বিএড পরীক্ষাও দিয়েছিল। চাকরি করার ইচ্ছা ছিল বর্ণালীর। কিন্তু স্বামী বাধা দেন বলে অভিযোগ। তাঁদের অনুমান, জা সুজাতার সঙ্গে ভাল সম্পর্ক ছিল না বর্ণালীর। তাই হতে পারে, সুজাতাই খুন করে আত্মঘাতী হয়েছেন।
উভয়েরই পাঁচ ও চার বছরের কন্যা ও পুত্র সন্তান রয়েছে। দুই শিক্ষকের স্ত্রীর এ ভাবে একসঙ্গে মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয়রাও। কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। তিনি জানান, শিক্ষকের স্ত্রীর এমন মৃত্যুর ঘটনা তিনি মানতে পারছেন না। বুধবার রাতেই দুই অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই তদন্ত শুরু হবে।