WB Panchayat Polls 2023: মনোনয়ন দিতে যাওয়ার পথে বিজেপি প্রার্থীদের ‘মার’, গাড়ি ‘ভাঙচুর’, উত্তপ্ত দিনহাটা
WB Panchayat Polls 2023: বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতা মহন্ত অধিকারী এই নিয়ে সরব হয়েছেন। বিজেপি নেতা এদিন চারটে গাড়িতে প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্য বিডিও অফিসে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় দিনহাটার ত্রিমনি এলাকায় তাঁদের গাড়ির উপরে হামলা হয়।
দিনহাটা: ফের উত্তপ্ত দিনহাটা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। মনোনয়ন জমা করার শেষ দিনে উত্তাল হয়ে উঠল দিনহাটা। বৃহস্পতিবার সকালে নাজিরার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সালমারা এলাকার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, তাঁদের রাস্তা আটকে ভাঙচুর করা হয় গাড়ি। বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় সংঘর্ষ।
বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতা মহন্ত অধিকারী এই নিয়ে সরব হয়েছেন। বিজেপি নেতা এদিন চারটে গাড়িতে প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্য বিডিও অফিসে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় দিনহাটার ত্রিমনি এলাকায় তাঁদের গাড়ির উপরে হামলা হয়। মোহন্তর অভিযোগ, হামলা চালিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। অভিযুক্তরা গাড়িতে ভাঙচুর চালায়। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলেও অভিযোগ।
উল্লেখ্য, সালমারা এলাকার থেকে বুধবার রাতেই প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই মহন্ত অধিকারী, তাঁদের মধ্যে একজন। যোগদানের পরেই তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিজেপির টিকিটও পেয়েছেন। তাঁরাই এদিন মনোনয়ন দিতে যাচ্ছিলেন। তবে এই বিষয়ে তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।