West Bengal Assembly Election 2021 Phase 6: বুথের বাইরে রক্তাক্ত বিএলও, আশ্রয় নিলেন স্থানীয় একটি বাড়িতে

ষষ্ঠ দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 6) রক্তাক্ত হতে হল বুথ লেভেল অফিসারকে। উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের (Raiganj) ঘটনা।

West Bengal Assembly Election 2021 Phase 6: বুথের বাইরে রক্তাক্ত বিএলও, আশ্রয় নিলেন স্থানীয় একটি বাড়িতে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 12:15 PM

উত্তর দিনাজপুর: ষষ্ঠ দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 6) রক্তাক্ত হতে হল বুথ লেভেল অফিসারকে। উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের (Raiganj) ঘটনা। বুথ থেকে বেরিয়ে বাড়িতে আশ্রয় নেন তিনি। ঘটনার নিন্দা করেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: ভোট দিতে যাওয়ার পথেই পুকুরে কিছু একটা দেখেছিলেন, উঁকি দিতেই দেখা গেল পা! তোলপাড় গ্রাম

আক্রান্ত বুথ লেভেল অফিসারের বক্তব্য, বুথের বাইরেই তাঁকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেক্ষেত্রে অভিযোগ ওঠে ওই বিএলও-র কাছে সেসময় সচিত্র পরিচয়পত্র ছিল না। বুথের বাইরে দাঁড়িয়ে কাজ করেন ওই বিএলও। সে সময় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁর পায়ে গুরুতর চোট লাগে। তৃণমূলের লোক তাঁর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন সংযুক্ত মোর্চার প্রার্থী। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কিংবা তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: ‘বাচ্চাগুলোকে সুদ্ধ মার!’ ভোটের সকালে এক জনকে ফেলা হল নর্দমায়, কয়েক মাসের শিশুর পায়ে থাপ্পড়!

ওই বিএলও রক্তাক্ত অবস্থায় পাশেই একটি বাড়িতে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের কলেজপাড়ায়।