Iftar Party: ইফতারের খাবার খেতেই বমি-পেটে ব্যথা, হাসাপাতালে ৩০

Iftar Party: জানা গিয়েছে, ৪ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার বিকালে গ্রামের মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে গ্রামের বহু মানুষ খাওয়া-দাওয়া করেন।

Iftar Party: ইফতারের খাবার খেতেই বমি-পেটে ব্যথা, হাসাপাতালে ৩০
অসুস্থ গ্রামের প্রায় ৫০ জন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 11:14 PM

বংশীহারী: ইফতারের খাবার খাওয়ার পরেই অসুস্থ গ্রামের প্রায় ৫০ জন। যার মধ্যে প্রায় ২০ থেকে ৩০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital) ৷ দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের (Panchayat) জহরপুর গ্রামের ঘটনা। গ্রামে পৌঁছেছে মেডিকেল টিম। নজর রাখা হচ্ছে অসুস্থদের উপর৷ ডায়রিয়া ও পেটের সমস্যা নিয়ে অসুস্থরা স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে৷ খাদ্যে বিষক্রিয়ার কারণেই এমনটা হয়ে থাকে পারে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। পুরো ঘটনা খতিয়ে দেখছে জেলার স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পুরো বিষয়ের উপর বিশেষ নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন বংশীহারী ব্লকের বিএমওএইচ পুলকেশ সাহা।

জানা গিয়েছে, ৪ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার বিকালে গ্রামের মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে গ্রামের বহু মানুষ খাওয়া-দাওয়া করেন। খাওয়া-দাওয়ার পর রাত থেকেই অনেক অসুস্থ বোধ করতে থাকেন। বুধবার সকালেও বাড়তে থাকে অসুস্থের সংখ্যা। দ্রুত তাঁদের স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ ৫ তারিখের পর আজও ফের অনেকে অসুস্থ হয়ে পড়েন৷ সংখ্য়াটা আগের থেকে আরও বেশি। তাঁদেরকেও এদিন হাসপাতালে ভর্তি করা হয়৷ সকলেরই পেট ব্যাথা, বমি, পায়খানা সহ ডায়রিয়ার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসারত রয়েছেন৷ 

খবর পেয়ে এদিন জহরপুর গ্রামে বিএমওএইচ পুলকেশ সাহা এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকরা গিয়েছিলেন। গ্রামেও অস্থায়ী মেডিকেল ক্যাম্প করে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ এ বিষয়ে বংশীহারী ব্লকের বিএমওএইচ পুলকেশ সাহা বলেন, “ইফতারের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। মূলত ডায়রিয়া-সহ পেটের নানা সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা৷ এখনও পর্যন্ত প্রায় ২০ জনেরও বেশি অসুস্থকে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও অনেকের বাড়িতেও চিকিৎসা চলছে। খাদ্যে বিষক্রিয়ার কারণেই এমনটা হয়েছে বলেই অনুমান। পুরো বিষয়ের উপর নজর রাখা হয়েছে।”