‘হাফপ্যান্ট পরে প্যারেড করা দিলীপ ঘোষ এখন নেতা হয়েছে’, খোঁচা মলয় ঘটকের
“দুবছর আগেও এই দিলীপ ঘোষ মাঠে হাফপ্যান্ট পরে প্যারেড করতো। এই লোকটাকে কেউ জানতো না। আর সেই প্যারেড করা লোক আজকে নেতা হয়ে বড় বড় কথা বলছে”
পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের যে ময়দানে দিলীপ ঘোষ (Dilip Ghosh) সভা করেছিলেন, আগামী ৩ জানুয়ারি রবিবার ওই ময়দানেই সভা করতে চলেছে তৃণমূল। শাসকদলের সেই সভা বিজেপির তুলনায় ১০ গুণ বড় হবে বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। মঙ্গলবার বঙ্গধ্বনি যাত্রা থেকে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী।
মলয় ঘটক বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গে বিজেপির পাশে কেউ নেই। এদিন তিনি দিলীপ ঘোষের নাম করে কটাক্ষ করে বলেন, “দুবছর আগেও এই দিলীপ ঘোষ মাঠে হাফপ্যান্ট পরে প্যারেড করতো। এই লোকটাকে কেউ জানতো না। আর সেই প্যারেড করা লোক আজকে নেতা হয়ে বড় বড় কথা বলছে”। এদিন তিনি বিজেপি রাজ্য সভাপতি নিয়ে বলেন, “যে লোকটা কোনওদিন মানুষের কাছে যাননি। মানুষের অভাব অভিযোগ শুনেনি। মানুষের হয়ে কোনও আন্দোলনও করেননি। শুধু হাফপ্যান্ট পরে প্যারেড করেছেন। এখন নেতা হয়ে বড় বড় কথা বলতে শিখেছেন। সেই তাদেরকেই তৃণমূল কংগ্রেস যোগ্য জবাব দেবে”।
আরও পড়ুন: গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যুতে রণক্ষেত্র হাওড়ার বি গার্ডেন, নামল র্যাফ
আসানসোল বঙ্গধ্বনি যাত্রার মিছিলের পর সমাবেশে তিনি বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ বছরের বাংলায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, “যা হয়েছে তা অন্য কোনও রাজ্যে হয়নি। স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সব ক্ষেত্রেই এই বিকাশ হয়েছে। কন্যাশ্রী প্রকল্প বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। দুয়ারে সরকার ব্যাপক জনগণের সমর্থন পেয়েছে। বাংলার জনমানসে স্বাস্থ্যসাথী প্রকল্প অভূতপূর্বভাবে সাড়া ফেলেছে।” তিনি বলেন, “গত দশ বছরে বাংলার মানুষের মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়েছে। গত দশ বছরে বাংলার জিডিপি ৪. ৫১ লক্ষ কোটি টাকা থেকে ৬.৯০ লক্ষ কোটি টাকা হয়েছে। গত এক দশকে বাংলার বাজেট বেড়েছে ৩ গুণ।”
আরও পড়ুন: কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে অপসারিত শুভেন্দুর ভাই সৌমেন্দু