রবিবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা, মঙ্গলবার সকালে দেহ মিলল নদীতে

 প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ওই নাবালিকার।

রবিবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা, মঙ্গলবার সকালে দেহ মিলল নদীতে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 23, 2021 | 8:01 PM

মুর্শিদাবাদ: রবিবার খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে (Girl)। তারপর থেকেই নিখোঁজ। মঙ্গলবার সকালে নদী (River) থেকে পাওয়া গেল ৯ বছরের রেজিনা খাতুনের লাশ। শোকাতুর সুতির সেলিমপুর তাঁতিপাড়ার রেজিনার পরিবার।

মৃত নাাবালিকার পরিবাররের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার খেলতে গিয়েছিল মেয়ে (Girl)। তারপর বাড়ি ফেরেনি মেয়ে। বহু খোঁজাখুঁজি করেও যখন মেয়েকে পাওয়া না গেলে, সুতি থানায় নিখোঁজের অভিযোগ জমা করে পরিবার।

মঙ্গলবার সকালে, স্থানীয়রা কাস্টমস ঘাট এলাকায় (River) স্নান করতে গিয়ে ওই নাবালিকার দেহ জলে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ছুটে আসেন রেজিনার পরিবার। ব্যক্তিগত শত্রুতার জেরে কেউ তাঁদের মেয়েকে খুন করেছে এমনটাই অভিযোগ রেজিনার পরিবারের।

আরও পড়ুন: ৬৬ জন মহিলাকে কপালে বন্দুক ঠেকিয়ে ‘ধর্ষণ’, গ্রেফতার ২ যুবক

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খেলতে গিয়ে জলে (River) ডুবে মৃত্যু হয়েছে ওই নাবালিকার (Girl)। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ।