ভেবেছিল বল, ফাটল বোমা, গুরুতর জখম ৩ শিশু

সকালবেলা নদীর ধারে মাঠে খেলতে যায় ওই তিন শিশু। তাদের বয়স যথাক্রমে আট, নয় ও এগারো। মাঠের মধ্যে, বল ভেবে ভুল করে বোমা নিয়ে খেলতে গেলেই ফেটে যায় সেটি।

ভেবেছিল বল, ফাটল বোমা, গুরুতর জখম ৩ শিশু
আহত শিশু , নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 31, 2021 | 4:44 PM

মুর্শিদাবাদ: বল ভেবে বোমা (Bomb Blast) নিয়ে খেলতে গিয়ে গুরুতর জখম তিন শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জের বাজিতপুরে।

পরিবারের তরফে জানানো হয়, সকালবেলা নদীর ধারে মাঠে খেলতে যায় ওই তিন শিশু। তাদের বয়স যথাক্রমে আট, নয় ও এগারো। মাঠের মধ্যে, বল ভেবে ভুল করে বোমা নিয়ে খেলতে গেলেই ফেটে যায় সেটি। বিস্ফোরণের (Bomb Blast) শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে জখম শিশুদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন : মেঠো রাস্তার ধারে তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

মাঠের মধ্যে কীভাবে বোমা এল তা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে, এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা।