TMC: অভিষেক সভাস্থল ছাড়তেই ভোটদান ঘিরে অশান্তি রায়নায়

Purba Burdwan: তৃণমূলে নবজোয়ার কর্মসূচির একটি অংশ হিসাবে রাখা হয়েছে এই ভোটগ্রহণ ব্যবস্থা। মূলত আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েতে এলাকার প্রার্থী হিসাবে সাধারণ মানুষ কাকে চাইছেন সেই নামের মনোনয়নের জন্যই এই ব্য়বস্থা করা হয়েছে।

TMC: অভিষেক সভাস্থল ছাড়তেই ভোটদান ঘিরে অশান্তি রায়নায়
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 7:45 PM

পূর্ব বর্ধমান: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা ছিল রায়নার কাইতিতে। রবিবার সে সভা শেষ হতেই তুমুল ঝামেলা বাধে বলে অভিযোগ। অভিষেক সভাস্থল ছাড়তেই ভোট দান ঘিরে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তোলেন একদল তৃণমূল কর্মী-সমর্থক। শেষমেশ বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মী ভোট না দিয়ে ফিরেও যান। অভিযোগ, রায়না-২ ব্লকের গোতান পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সাহেব আলি খানকে ভোট দানে বাধা দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সাহেব আলি খানকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ।

এরপরই একদল তৃণমূল কর্মী সমর্থক উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। যদিও পুলিশ গিয়েই সেই পরিস্থিতি সামাল দেয়। এদিন ভোটদান ঘিরে প্রচুর সংখ্যক পুলিশের বন্দোবস্ত করা হয়েছিল কাইতিতে। যদিও এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে রায়না-২ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম পাল বলেন, “কোনও ঝামেলা বা অশান্তির খবর জানি না। খবর নিয়ে দেখছি।” অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৈয়দ কলিমুদ্দিন বলেন, “কোনও গোলমালের বিষয় নয়। আমাদেরই এক নেতৃত্বর কাছাকাছি চলে যাওয়ায় সরিয়ে দিতে গিয়ে সামান্য অশান্তি হয়েছিল। তাও মিটে গিয়েছে। এমন কিছু নয়। ভোটগ্রহণ চলছে। সকলেই ভোট দিতে পারেন।”

তৃণমূলে নবজোয়ার কর্মসূচির একটি অংশ হিসাবে রাখা হয়েছে এই ভোটগ্রহণ ব্যবস্থা। মূলত আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েতে এলাকার প্রার্থী হিসাবে সাধারণ মানুষ কাকে চাইছেন সেই নামের মনোনয়নের জন্যই এই ব্য়বস্থা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে জনসভা করছেন, সেখানে মঞ্চের কাছে ভোটদানের ব্যবস্থা থাকছে। ব্যালট পেপার, তা জমা দেওয়ার জন্য ব্যালট বাক্স সবই রাখা থাকছে। তাতে পছন্দের নাম জমা দিচ্ছেন লোকজন। আর এই পর্বে ইতিমধ্যেই একাধিক জায়গায় ঝামেলার অভিযোগ উঠেছে।